Lok Sabha Election Results 2024: দাক্ষিণাত্যে তেমন কূল পাচ্ছে না বিজেপি! তামিলনাড়ুতে অনেকখানি এগিয়ে ডিএমকে, কংগ্রেসেরও ভাল ফল

নয়াদিল্লি: বিজেপির ‘৪০০ পারের’ স্বপ্নের একটা বড় অংশই নির্ভর করছিল দাক্ষিণাত্যের উপরে৷ কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু৷ মোদির বার বার দক্ষিণে সফর৷ দাক্ষিণাত্যে বিশেষ নজর শেষমেশ কতটা ভোট টানতে পারল বিজেপির জন্য? বেলা ১২টা পর্যন্ত ভোট গণনার ট্রেন্ড অবশ্য খুব একটা আশা দেখাতে পারছে না বিজেপিকে৷ কর্ণাটকে কিছুটা আশা পেলেও ট্রেন্ড অনুযায়ী দক্ষিণের বাকি রাজ্যে ব্রাত্যই থেকে যাচ্ছে মোদি-শাহের দল৷

৩৯ আসনের তামিলনাড়ুতে প্রাথমিক ফলাফল অনুযায়ী এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট৷ ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে ৩৭টি আসনে৷ এখনও পর্যন্ত তামিলনাড়ুতে খাতা খুলতে পারেনি বিজেপি৷ তবে এগিয়ে একটি আসনে৷ আরেকটি আসনে এআইএডিএমকে৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে চমকে দেওয়া ফল ইন্ডিয়া জোটের! দেখুন সরাসরি

কেরলের ২০টি আসনের মধ্যে ১৬টিতেই এগিয়ে কংগ্রেসের ইউডিএফ জোট৷ এলডিএফ ২, বিজেপি এগিয়ে ২টি আসনে৷ কেরলের ত্রিশূরে সুরেশ গোপি এবং তিরুঅনন্তপুরমে রাজীব চন্দ্রশেখর৷

তেলঙ্গানায় ১৭টি লোকসভা আসনের মধ্যে ৯টিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস৷ বিজেপি এগিয়ে ৭টি আসনে৷ হায়দরাবাদে বিজেপির মাধবীলতার বিরুদ্ধে আপাতত জিতছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি৷

আরও পড়ুন: লক্ষাধিক ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তমলুকে চলছে দেবাংশু-অভিজিতের হাড্ডাহাড্ডির লড়াই!

অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়া শরিক জগন্মোহন রেড্ডির YSRCP এগিয়ে রয়েছে ৫টি লোকসভা আসনে৷ অন্যদিকে, বিজেপি এগিয়ে রয়েছে ৪টি আসনে৷ তবে, এনডিএ শরিক চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টি, টিডিপি ৭টি লোকসভা আসনে৷ অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসনের মধ্যে ১১টিতে এগিয়ে রয়েছে বিজেপি-টিডিপি জোট৷

দক্ষিণে বিজেপির একমাত্র ভরসার জায়গায় দাঁড়িয়ে রয়েছে কর্ণাটক৷ কর্ণাটকে বিজেপি এগিয়ে রয়েছে ১৮টি আসনে৷ কংগ্রেস ৮টি আসনে৷ জেডি (এস) ৩টি আসনে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচি ডি দেবগৌড়ার জামাই সিএন মঞ্জুনাথ বেঙ্গালুরু গ্রামীণ আসন থেকে এগিয়ে রয়েছে৷ পিছিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেপুটি চিফ মিনিস্টার ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশ৷ মাণ্ড্য আসন থেকে ১ লক্ষ ২০ হাজার ভোটে এগিয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী৷ কর্ণাটকের সর্বকনিষ্ঠ প্রার্থীর থেকে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভগবন্ত খুবা৷ এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই৷ দ্বারওয়াড থেকে এগিয়ে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী৷