পূর্ব বর্ধমানের ম্যাপ 

East Bardhaman News: হেভিওয়েট পূর্ব বর্ধমান! দিলীপ ঘোষের কেন্দ্রে ভোট, বিষ্ণুপুরে সৌমিত্র-সুজাতা দ্বৈরথ

পূর্ব বর্ধমান: আর মাত্র কয়েকটা ঘণ্টা বাকি রয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচনের। আগামী ১৩ মে নির্বাচন ঘিরে জেলাজুড়ে থাকতে চলেছে কড়া নিরাপত্তার চাদর। দপূর্ব বর্ধমান জেলায় আংশিক এবং সম্পূর্ণ মিলিয়ে মোট চারটি লোকসভা কেন্দ্র রয়েছে। চারটি লোকসভা কেন্দ্র হল – ১) বর্ধমান পূর্ব ২) বর্ধমান দূর্গাপুর ৩) বোলপুর ৪) বিষ্ণুপুর।

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে , ১) কাটোয়া ২) কালনা ৩) জামালপুর ৪) রায়না ৫) মেমারী ৬) পূর্বস্থলী উওর এবং ৭) পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, ১) বর্ধমান দক্ষিণ ২) বর্ধমান উওর ৩) দূর্গাপুর পূর্ব ৪) দূর্গাপুর পশ্চিম ৫) গলসি ৬) ভাতার এবং ৭) মন্তেশ্বর বিধানসভা। বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, ১) আউশগ্রাম ২) মঙ্গলকোট এবং ৩) কেতুগ্রাম বিধানসভা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে শুধুমাত্র ১) খণ্ডঘোষ বিধানসভা।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকার। সিপিআইএম প্রার্থী নীরব খাঁ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। বিজেপি প্রার্থী দাপুটে নেতা দিলীপ ঘোষ। সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল। বিজেপি প্রার্থী পিয়া সাহা। সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত।

আরও পড়ুন:  ভোটে দাঁড়াতে বলায় কী বলেছিলেন রচনা, কীভাবে রাজি করালেন? ফাঁস করলেন মমতা

প্রশাসন সূত্রে খবর , পূর্ব বর্ধমান জেলায় মোট পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ২০,৯১,০৬৪ জন। মোট মহিলা ভোটার ২০,৪৬,৬৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার – ৮৭ জন। সবমিলিয়ে পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটার – ৪১,৩৭,৮২৯ জন। পূর্ব বর্ধমান জেলায় মোট বুথের সংখ্যা – ৪৫০৬ টি। এবং পূর্ব বর্ধমান জেলায় মহিলা পরিচালিত বুথ সংখ্যা – ৪৫১ টি। পূর্ব বর্ধমানের সব বুথের মধ্যে ৫০০ র বেশি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূর্ব বর্ধমানে ১৫২ কোম্পানি কেন্দ্রবাহিনী মোতায়েন করা হবে বলেও জানা গিয়েছে।

২০১৯ লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন  সুনীলকুমার মণ্ডল। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন  এস এস আলুয়ালিয়া। বোলপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন  অসিত কুমার মাল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন সৌমিত্র খাঁ। ৬৭৮৯৭২ টা ভোট পেয়েছিলেন। ২০১৯ লোকসভার ফলাফল অনুযায়ী পূর্ব বর্ধমানের চারটি লোকসভার মধ্যে ২ টি ছিল বিজেপির দখলে। অন্য দুটি ছিল রাজ্যের শাসক দলের দখলে। দেখার বিষয় ২০২৪ এ লোকসভা নির্বাচনের ফলাফল কী হয়।

বনোয়ারীলাল চৌধুরী