বিশেষজ্ঞরা মনে করেন শারীরিক দুর্বলতা, আমাশয়, ডায়রিয়া এবং কাশি ও সর্দি নিরাময়ে উপকারী পদ্ম। ফুলগুলি কার্ডিওটোনিক, লিভার, মূত্রনালী এবং যৌনরোগের জন্য ব্যবহৃত হয়।

Lotus Gardening Tips: লাল, সাদা, গোলাপি ফুলে ফুলে ছেয়ে যাবে বাড়ি, গরমে পদ্ম চাষে রঙিন করে তুলুন বাগান

বসিরহাট: বাড়িতে পদ্ম চাষে রঙিন করে তুলুন বাগানকে। বাড়িতে লাল, সাদা, গোলাপি রঙ বাহারি পদ্মে সেজে উঠলে কার না ভাল লাগে। পদ্মের মৃদু মধুর গন্ধে মন যেন একেবারে শুদ্ধ হয়ে যায়। মনে হয়, আহা, এমন পদ্মের সংগ্রহ যদি আমারও থাকত! তবে এবার পদ্ম চাষ আরও সহজ। বাড়িতে সহজ পদ্ধতিতে রঙিন করে তুলুন পদ্মের সমাহারে।

পদ্ম চাষের জন্য আগে পুকুরকেই বেছে নিতেন সবাই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে চাষের ধরন। শখের পদ্মফুল ফোটাতে আর পুকুরের প্রয়োজন হয় না। বড় টব বা গামলাতেই এই ফুল ফোটানো যায়। ফোটানো যায় সাধের ছাদবাগান বা ব্যালকনিতে। তবে সেখানে দিনে যেন চার থেকে পাঁচ ঘণ্টা কড়া রোদ থাকলেই হবে। পদ্ম চাষে সূর্যালোক খুবই প্রয়োজন।

বর্তমানে অনেক বাগানপ্রেমী ছাদে ও বাড়ির বাগানে পদ্মফুলের চাষ করছেন অসাধারণ সফলতার সঙ্গে। আসলে, নিজের বাগানে পদ্মফুল ফোটাতে পারলে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়। তার ওপর বাগানের সৌন্দর্যও বাড়ে। পদ্ম চাষে আর পাঁচটা ফুল চাষের মত খুব বেশি ঝঞ্ঝাট নেই।

শুরুতেই পদ্মের টিউবার সংগ্রহ করে তা টবে কাদামাটিতে দিয়ে অল্প পরিমাণে জল দিলে টিউবার থেকে কুড়ি বার হতে শুরু করে। বসিরহাটের শাহানুর নার্সারিতে দেখা মিলবে রংবাজি হরেক রকমের পদ্মের। তবে শুধুমাত্র পদ্ম চাষ-ই নয়, পদ্মের টিউবার বিক্রি করে ভাল আয়ের পথ দেখতে পারেন অনেকে।

জুলফিকার মোল্যা