দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Weather: দুর্গাপুজো কাটতেই আশঙ্কা! ফের বৃষ্টিতে ভাসবে দিঘা-কলকাতা? লক্ষ্মীপুজোর আয়োজন মাটি? Gallery October 14, 2024 Bangla Digital Desk *আনুষ্ঠানিক বর্ষা বিদায় হয়েছে বাংলা থেকে। বাংলা থেকে বর্ষা বিদায় হলেও, এখন বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আবহাওয়া বদলে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। *হাওয়া অফিসের রিপোর্টে রবিবার থেকে আবহাওয়া বদল হয়েছে। আবহাওয়া বদলে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উপকূলবর্তী জেলা ও পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি। *বৃষ্টির বদলে শুষ্ক আবহাওয়া চলতি সপ্তাহের শুরু থেকেই। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি। *কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে। ১৪ অক্টোবর সোমবার বিকেলের পর বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফাইল ছবি। *সোমবার থেকে দিঘা-সহ পূর্ব মেদনীপুর জেলার আবহাওয়া বদলের পূর্বাভাস হাওয়া অফিসের রিপোর্টে। দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, সোম ও মঙ্গলবার দিঘা-সহ জেলা জুড়ে আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে। সেই সঙ্গে জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি। *পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উপকূলবর্তী জেলার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ফাইল ছবি। *সোমবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ শতাংশ। ফাইল ছবি। *আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি হয়ে থাকবে। সোমবার ও মঙ্গলবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। চলতি সপ্তাহে শেষ পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া। ফাইল ছবি।