জাহির খানের বিস্ফোরক রিপোর্ট! আইপিএলে বড় ঘটনা, ভারতের মহাতারকার ছাঁটাই এবার!

কলকাতা: অনেকেই বলছেন, তিনি একেবারেই আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। কেউ আবার বলছেন, তাঁকে ভুল জায়গায় ব্যাটিং করানে হচ্ছে। তবে যাই হোক, সময়টা ভাল যাচ্ছে না কেএল রাহুলের।

ওডিআই বিশ্বকাপ ফাইনালে রান না পাওয়ার পর থেকেই তাঁকে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে। সেই সমালোচনা চলছেই। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও রান পাননি।

কেএল পরের টেস্টে জায়গা পাবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এবার জানা যাচ্ছএ, লখনউ সুপার জায়ান্টস থেকেও বাদ পড়তে পারেন কেএল রাহুল। মেন্টর জাহির খানের এক রিপোর্ট এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে।

আরও পড়ুন- ১৯-র ক্রিকেটারকে ধরে রাখতে চায় থিঙ্কট্যাঙ্ক,দ্বিধা নেই ক্যারিবিয়ানকে ছাড়তে

চলতি বছর অগাস্টের শেষের দিকে ভারতের প্রাক্তন পেসার জাহির খানকে দলের মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছে এলএসজি। তার পর থেকেই ব্লু প্রিন্ট তৈরি করা শুরু করেছেন জাহির। নভেম্বরে আইপিএলের মহা নিলাম। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেনশন তালিকা তৈরি করার কাজে ব্যস্ত।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, কেএল রাহুলকে নিলামের জন্য ছেড়ে দিতে পারে লখনউ। আইপিএলের একটি সূত্র জানিয়েছে, “এলএসজি মেন্টর জাহির খান ও কোচ জাস্টিন ল্যাঙ্গার-সহ ম্যানেজমেন্ট কেএল রাহুলের পরিসংখ্যান বিশ্লেষণ করেছে। সেখানে দেখা গিয়েছে, রাহুল যে ম্যাচগুলোয় দীর্ঘ সময় ব্যাট করেছে এবং রান পেয়েছে, সেইসব ম্যাচে দল হেরেছে।

তিনি আরও বলেন, ওর স্ট্রাইকরেট ম্যাচের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জেরে অন্য দলগুলি এখন অনেক রান তুলছে। আমাদের টপ অর্ডারে কেউ রান করতে প্রচুর সময় নিচ্ছে, সেটা দলের জন্য সমস্যার হয়ে দাঁড়াচ্ছে।”

এলএলজি এখন আলোচনা করছে কাদের কাদের তারা রিটেন করবে। তালিকায় নাম আছে ময়ঙ্ক যাদবের। নিকোলাস পুরান ও রবি বিষ্ণোইকে রিটেন করতে পারে তারা।

আরও পড়ুন- কোচ বদলেও বদলাল না ভাগ্য! আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

‘আনক্যাপড’ ক্রিকেটার হিসেবে দলে রাখা হতে পারে আয়ুষ বাদানি ও মহসিন খানের মধ্যে যে কোনও একজনকে। আরও জানা যাচ্ছে, এলএসজি ঋষভ পন্থকে দলে নিতে চাইছে।