কয়েক দিন পরই ভাদ্রপূর্ণিমা৷ এ বছর এই তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ৷ চাঁদের এই আংশিক গ্রহণ দেখা যাবে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর৷

Lunar Eclipse in September 2024: ভাদ্রপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কখন শুরু গ্রহণ? চলবে কত ক্ষণ? ভারতে দেখা যাবে? জানুন দিনক্ষণ ও অশুভ সূতককাল

কয়েক দিন পরই ভাদ্রপূর্ণিমা৷ এ বছর এই তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ৷ চাঁদের এই আংশিক গ্রহণ দেখা যাবে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর৷
কয়েক দিন পরই ভাদ্রপূর্ণিমা৷ এ বছর এই তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ৷ চাঁদের এই আংশিক গ্রহণ দেখা যাবে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর৷

 

বিশ্বের কোথাও এই গ্রহণ দৃশ্যমান হবে ১৭ সেপ্টেম্বর৷ কোনও কোনও অংশে দেখা যাবে ১৮ সেপ্টেম্বর৷ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ৷
বিশ্বের কোথাও এই গ্রহণ দৃশ্যমান হবে ১৭ সেপ্টেম্বর৷ কোনও কোনও অংশে দেখা যাবে ১৮ সেপ্টেম্বর৷ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ৷

 

রাশিয়া এবং অ্যান্টার্কটিকা থেকেও এই আংশিক গ্রহণ দৃশ্য৷ তবে ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না৷
রাশিয়া এবং অ্যান্টার্কটিকা থেকেও এই আংশিক গ্রহণ দৃশ্য৷ তবে ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না৷

 

নিজের কক্ষপথে আবর্তন এবং পরিক্রমণের সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সরলেরেখায় চলে আসে তখন সূর্য এবং চন্দ্রগ্রহণ হয়৷
নিজের কক্ষপথে আবর্তন এবং পরিক্রমণের সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সরলেরেখায় চলে আসে তখন সূর্য এবং চন্দ্রগ্রহণ হয়৷

 

পূর্ণিমায় চন্দ্রগ্রহণ এবং অমাবস্যায় সূর্যগ্রহণ হয়৷ একই সরলরেখায় সূর্য এবং চাঁদের মাঝে চলে আসে পৃথিবী৷ তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর এবং চন্দ্রগ্রহণ হয়৷
পূর্ণিমায় চন্দ্রগ্রহণ এবং অমাবস্যায় সূর্যগ্রহণ হয়৷ একই সরলরেখায় সূর্য এবং চাঁদের মাঝে চলে আসে পৃথিবী৷ তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর এবং চন্দ্রগ্রহণ হয়৷

 

আবার একই সরলরেখায় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, তখন চাঁদের ছায়া পড়ে সূর্যের উপর এবং পৃথিবীতে হয় সূর্যগ্রহণ৷
আবার একই সরলরেখায় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, তখন চাঁদের ছায়া পড়ে সূর্যের উপর এবং পৃথিবীতে হয় সূর্যগ্রহণ৷

 

সেপ্টেম্বরে বছরের দ্বিতীয় এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে শুরু হবে ১৮ সেপ্টেম্বর সকাল ৬.১১ মিনিটে৷ এই সময় শুরু হবে পেনামব্রাল লুনার ইক্লিপ্স অর্থাৎ চাঁদের উপচ্ছায়া অংশের গ্রহণ৷ শেষ হবে সকাল ১০.১৭ মিনিটে৷
সেপ্টেম্বরে বছরের দ্বিতীয় এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে শুরু হবে ১৮ সেপ্টেম্বর সকাল ৬.১১ মিনিটে৷ এই সময় শুরু হবে পেনামব্রাল লুনার ইক্লিপ্স অর্থাৎ চাঁদের উপচ্ছায়া অংশের গ্রহণ৷ শেষ হবে সকাল ১০.১৭ মিনিটে৷

 

চাঁদের আংশিক গ্রহণ বা খণ্ডগ্রাস শুরু হবে সকাল ৭.৪২ মিনিটে৷ থাকবে সকাল ৮.৪৫ মিনিট পর্যন্ত৷
চাঁদের আংশিক গ্রহণ বা খণ্ডগ্রাস শুরু হবে সকাল ৭.৪২ মিনিটে৷ থাকবে সকাল ৮.৪৫ মিনিট পর্যন্ত৷

 

সাধারণত চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে শুরু হয় সূতককাল৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়পর্ব অশুভ৷ তবে যেহেতু ভাদ্রপূর্ণিমার চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্য নয়, তাই সূতককালও প্রযোজ্য নয় এক্ষেত্রে৷
সাধারণত চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে শুরু হয় সূতককাল৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়পর্ব অশুভ৷ তবে যেহেতু ভাদ্রপূর্ণিমার চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্য নয়, তাই সূতককালও প্রযোজ্য নয় এক্ষেত্রে৷