প্রতিকী ছবি

Maa Laxmi Blessings: অশুভ সঙ্কেত! বাড়ির এই জিনিস ভুলেও খালি রাখবেন না, পথের ভিখারি হয়ে যেতে পারেন!

রান্নাঘরে চাল,ডালের কৌটো কখনোই পুরোপুরি ফাঁকা রাখা উচিৎ নয়। কৌটোর শস্য শেষ হয়ে যাওয়া মানে শস্য ভাণ্ডারে গুরুতর বাস্তু দোষ তৈরি করে। যে সংসারে চাল ডালের কৌটো ফাঁকা থাকে, সেই সংসার থেকে বিদায় নেন মা লক্ষ্মী। সুস্মিতা গোস্বামী
রান্নাঘরে চাল,ডালের কৌটো কখনই পুরোপুরি ফাঁকা রাখা উচিৎ নয়। কৌটোর শস্য শেষ হয়ে যাওয়া মানে শস্য ভাণ্ডারে গুরুতর বাস্তু দোষ তৈরি করে। যে সংসারে চাল ডালের কৌটো ফাঁকা থাকে, সেই সংসার থেকে বিদায় নেন মা লক্ষ্মী।
সুস্মিতা গোস্বামী
বাস্তু অনুসারে বাথরুমে কখনোই খালি বালতি রাখতে নেই। বাথরুমে রাখা খালি বালতি থেকে সারা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে। ব্যবহৃত না হলেও বাথরুমের বালতি জলে ভর্তি করে রাখা বাঞ্চনীয়। সুস্মিতা গোস্বামী
বাস্তু অনুসারে বাথরুমে কখনই খালি বালতি রাখতে নেই। বাথরুমে রাখা খালি বালতি থেকে সারা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে। ব্যবহৃত না হলেও বাথরুমের বালতি জলে ভর্তি করে রাখা বাঞ্চনীয়।
সুস্মিতা গোস্বামী
ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে যে পাত্রে জল রাখা হয়, তা যেন কখনোই ফাঁকা না হয়ে যায়। পুজোর পরে পাত্রে জলে ভরে সেখানে একটু গঙ্গাজল ও তুলসী পাতা দিতে হয়। কারণ মনে করা হয় ভগবানেরও তৃষ্ণা পায়। তৃষ্ণার জল না পেলে তিনি কূপিত হন। তখন সেই সংসারে নানা বিপদ ও অশান্তির দেখা মেলে। সুস্মিতা গোস্বামী
ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে যে পাত্রে জল রাখা হয়, তা যেন কখনই ফাঁকা না হয়ে যায়। পুজোর পরে পাত্রে জলে ভরে সেখানে একটু গঙ্গাজল ও তুলসী পাতা দিতে হয়। কারণ মনে করা হয় ভগবানেরও তৃষ্ণা পায়। তৃষ্ণার জল না পেলে তিনি কূপিত হন। তখন সেই সংসারে নানা বিপদ ও অশান্তির দেখা মেলে।
সুস্মিতা গোস্বামী
বাড়িতে কল থেকে অনবরত জলের ফোঁটা পড়তে থাকলে তাতে নেতিবাচক শক্তিও ঘরে প্রবেশ করতে পারে। টাকাও খরচ হয় বেশি। যদি বাড়ির কোনও ট্যাব নষ্ট হয়ে যায়, তবে তা অবিলম্বে ঠিক করা উচিৎ। সুস্মিতা গোস্বামী
বাড়িতে কল থেকে অনবরত জলের ফোঁটা পড়তে থাকলে তাতে নেতিবাচক শক্তিও ঘরে প্রবেশ করতে পারে। টাকাও খরচ হয় বেশি। যদি বাড়ির কোনও ট্যাপ বা কল নষ্ট হয়ে যায়, তবে তা অবিলম্বে ঠিক করা উচিৎ।
সুস্মিতা গোস্বামী
আলমারির লকার বা সিন্দুক কখনও পুরোপুরি ফাঁকা রাখা উচিৎ নয়। অল্প হলেও সেখানে টাকা রাখতে হবে। কারণ বাস্তু অনুসারে ফাঁকা লকার সংসারে দারিদ্রের ইঙ্গিত করে। লকারে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। সুস্মিতা গোস্বামী
আলমারির লকার বা সিন্দুক কখনও পুরোপুরি ফাঁকা রাখা উচিৎ নয়। অল্প হলেও সেখানে টাকা রাখতে হবে। কারণ বাস্তু অনুসারে ফাঁকা লকার সংসারে দারিদ্রের ইঙ্গিত করে। লকারে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়।
সুস্মিতা গোস্বামী
যে সংসারে কথায় মিষ্টতা শূন্যতা হয়ে যায়, সেই সংসারে অশান্তি নেমে আসে। বিশেষ করে যে সংসারে প্রবীণদের অপমান করা হয়, সেই বাড়িতে নেগেটিভ এনার্জি চরম আকার নিতে পারে। তাই বাড়িতে সব সময় শান্তির পরিবেশ বজায় রাখতে হবে। সুস্মিতা গোস্বামী
যে সংসারে কথায় মিষ্টতা শূন্যতা হয়ে যায়, সেই সংসারে অশান্তি নেমে আসে। বিশেষ করে যে সংসারে প্রবীণদের অপমান করা হয়, সেই বাড়িতে নেগেটিভ এনার্জি চরম আকার নিতে পারে। তাই বাড়িতে সব সময় শান্তির পরিবেশ বজায় রাখতে হবে।
সুস্মিতা গোস্বামী
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷