King Cobra: দু’ঘণ্টা গলায় জড়িয়ে বসে কিং কোবরা ! ওই অবস্থাতেই শুয়ে থাকল ৬ বছরের শিশু

মুম্বই: গলায় সাপ জড়ানো অবস্থায় শুয়ে রয়েছে ৬ বছরের শিশুটি ৷ আর ৫-১০ মিনিটের জন্য নয় ৷ পুরো দু’ঘণ্টা ধরে গলায় জড়িয়ে ধরে বসে থাকল একটি কিং কোবরা (King Cobra) ! একেবারে ফণা তুলে বসে ৷ একটু নড়াচড়া করলেই এক ছোবলে ছবি! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) বর্ধা জেলার সেলু তহসিলের বোরখেড়িকলা গ্রামে ৷

আরও পড়ুন– ‘শাহরুখ,সলমন, আমিররা আসলে ভয় পায়’, মোদি সরকারকে ফের কটাক্ষ নাসিরুদ্দিন শাহের

জানা গিয়েছে, পরী নামের ওই বাচ্চা মেয়েটি গলায় দু’ঘণ্টা ধরে কোবরা জড়িয়ে চুপচাপ শুয়ে ছিল ৷ একটুও নড়েনি সে ৷ ওই অবস্থাতেই শুয়ে ছিল সে ৷ দু’ঘণ্টা ধরে একইভাবে শুয়ে থাকার পর অবশেষে সাপটি গলা থেকে  সরে অন্যত্র চলে যায় ৷

আরও পড়ুন-স্বস্তিতে সৌরভ, করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মা

কিং কোবরার মতো ভয়ঙ্কর সাপকে দেখে, যেখানে বাড়ির কেউই কিছু করতে পারেননি ৷ সেখানে যথেষ্ট সাহসিকতারই পরিচয় দিয়েছে ওই শিশু ৷ তবে অতটা সময় ওইভাবে থাকার পর অসুস্থ হয়ে পড়ে পরী ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনার পর ভালোমতোই অসুস্থ হয়ে পড়েছে মেয়েটি ৷ তার চিকিৎসা চলছে ৷

এদিকে গুজরাতের দাহোদে একটি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ৷ সিসিটিভি ফুটেজে সেই দুর্ঘটনার ছবি দেখলে ভয়ে গায়ে কাঁটা দেওয়ার মতোই ৷ প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি ৷ কীভাবে ? তা ভিডিওটি না দেখলে বোঝার উপায় নেই !

বাইকে স্ত্রী-কে পিছনে বসিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ স্ত্রী-র কোলে ছিল তাদের শিশুও ৷ প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় প্রায় সর্বত্রই জল জমে ছিল ৷ কোনওরকমে জমা জল এড়িয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ৷ কিন্তু রাস্তায় একটি ট্র্যাক্টর এসে পড়ায়, সেটিকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি ৷ বাইকের চাকা পিছলে গিয়ে রাস্তায় পড়ে যান চালক এবং পিছনে বসা দু’জনেই ৷ সেইসময় ট্র্যাক্টরের পিছনের চাকা বাইক চালকের মাথার উপর দিয়ে চলে যায় ৷ গুরুতর আহত হলেও প্রাণে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন তিনি ৷