সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছোট থেকে বড় সমস্ত শিব মন্দিরগুলিতে চলছে এই মহা উৎসবের প্রস্তুতি। চলছে পুজোর জোগাড় করার কাজ। শিবরাত্রির মহা চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার। থাকবে শনিবার পর্যন্ত।

Mahashivratri 2024: মহাশিবরাত্রির পুজোর সময় কতক্ষণ? শাস্ত্রমত জানুন, এমন শুভদিন বার বার আসে না!

সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছোট থেকে বড় সমস্ত শিব মন্দিরগুলিতে চলছে এই মহা উৎসবের প্রস্তুতি। চলছে পুজোর জোগাড় করার কাজ। শিবরাত্রির মহা চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার। থাকবে শনিবার পর্যন্ত।
সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছোট থেকে বড় সমস্ত শিব মন্দিরগুলিতে চলছে এই মহা উৎসবের প্রস্তুতি। চলছে পুজোর জোগাড় করার কাজ। শিবরাত্রির মহা চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার। থাকবে শনিবার পর্যন্ত।
শাস্ত্র মতে, প্রতি বছর ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি।তিথি অনুসারে ৮ মার্চ ২০২৪ পড়ছে শিবরাত্রি। কখন থেকে এই তিথি শুরু হচ্ছে, আর তা কতক্ষণ পর্যন্ত থাকবে? তার হদিশ দিচ্ছে পঞ্জিকা।
শাস্ত্র মতে, প্রতি বছর ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি।তিথি অনুসারে ৮ মার্চ ২০২৪ পড়ছে শিবরাত্রি। কখন থেকে এই তিথি শুরু হচ্ছে, আর তা কতক্ষণ পর্যন্ত থাকবে? তার হদিশ দিচ্ছে পঞ্জিকা।
উল্লেখ্য, মনে করা হয় শিবরাত্রিতে শিব-পার্বতীর বিয়ে আয়োজিত হয়েছিল। সেই ধর্মীয় বিশ্বাস থেকেই এই দিনকে খুবই শুভ মনে করা হয়। দেখে নেওয়া যাক, শিবরাত্রির তিথি কখন থেকে শুরু আর শেষ হচ্ছে কখন।
উল্লেখ্য, মনে করা হয় শিবরাত্রিতে শিব-পার্বতীর বিয়ে আয়োজিত হয়েছিল। সেই ধর্মীয় বিশ্বাস থেকেই এই দিনকে খুবই শুভ মনে করা হয়। দেখে নেওয়া যাক, শিবরাত্রির তিথি কখন থেকে শুরু আর শেষ হচ্ছে কখন।
শিবরাত্রি ২০২৪-এর তিথি- পঞ্জিকা মত বলছে, ২০২৪ সালের ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিটে পড়ছে শিবরাত্রির তিথি। পরের দিন ৯ মার্চ সন্ধে ৬ টা ১৭ মিনিট পর্যন্ত চলবে। প্রদোষকালের পুজো মুহূর্তের প্রেক্ষিতে শিবরাত্রি পালিত হবে ৮ মার্চ। ফলে শনিবার নয়, শুক্রবার রাতেই পালিত হবে শিবরাত্রি। যেহেতু শিবরাত্রি নিশিকালের পুজো, তাই ৮ মার্চই পালিত হবে পুজো।
শিবরাত্রি ২০২৪-এর তিথি- পঞ্জিকা মত বলছে, ২০২৪ সালের ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিটে পড়ছে শিবরাত্রির তিথি। পরের দিন ৯ মার্চ সন্ধে ৬ টা ১৭ মিনিট পর্যন্ত চলবে।
প্রদোষকালের পুজো মুহূর্তের প্রেক্ষিতে শিবরাত্রি পালিত হবে ৮ মার্চ। ফলে শনিবার নয়, শুক্রবার রাতেই পালিত হবে শিবরাত্রি। যেহেতু শিবরাত্রি নিশিকালের পুজো, তাই ৮ মার্চই পালিত হবে পুজো।
শিবরাত্রির চার প্রহরের পুজোর সময়- শিবরাত্রিতে ৮ মার্চ রাত ৯ টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো। ৮ মার্চ রাত ৯ টা ২৮ মিনিট থেকে শুরু করে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজো।
শিবরাত্রির চার প্রহরের পুজোর সময়- শিবরাত্রিতে ৮ মার্চ রাত ৯ টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো। ৮ মার্চ রাত ৯ টা ২৮ মিনিট থেকে শুরু করে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজো।
শিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো ৯ মার্চ মধ্যরাত ১২.৩০ মিনিট থেকে ভোর ৩.৩৪ মিনিট পর্যন্ত হবে। চতুর্থ প্রহরের পুজো সকাল ৩ টে ৩৪ মিনিট থেকে ভোর ৬ টা ৩৭ মিনিট পর্যন্ত হবে।
শিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো ৯ মার্চ মধ্যরাত ১২.৩০ মিনিট থেকে ভোর ৩.৩৪ মিনিট পর্যন্ত হবে। চতুর্থ প্রহরের পুজো সকাল ৩ টে ৩৪ মিনিট থেকে ভোর ৬ টা ৩৭ মিনিট পর্যন্ত হবে।