Tag Archives: Shiva

Mahashivratri 2024: মহাশিবরাত্রির পুজোর সময় কতক্ষণ? শাস্ত্রমত জানুন, এমন শুভদিন বার বার আসে না!

সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছোট থেকে বড় সমস্ত শিব মন্দিরগুলিতে চলছে এই মহা উৎসবের প্রস্তুতি। চলছে পুজোর জোগাড় করার কাজ। শিবরাত্রির মহা চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার। থাকবে শনিবার পর্যন্ত।
সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছোট থেকে বড় সমস্ত শিব মন্দিরগুলিতে চলছে এই মহা উৎসবের প্রস্তুতি। চলছে পুজোর জোগাড় করার কাজ। শিবরাত্রির মহা চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার। থাকবে শনিবার পর্যন্ত।
শাস্ত্র মতে, প্রতি বছর ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি।তিথি অনুসারে ৮ মার্চ ২০২৪ পড়ছে শিবরাত্রি। কখন থেকে এই তিথি শুরু হচ্ছে, আর তা কতক্ষণ পর্যন্ত থাকবে? তার হদিশ দিচ্ছে পঞ্জিকা।
শাস্ত্র মতে, প্রতি বছর ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি।তিথি অনুসারে ৮ মার্চ ২০২৪ পড়ছে শিবরাত্রি। কখন থেকে এই তিথি শুরু হচ্ছে, আর তা কতক্ষণ পর্যন্ত থাকবে? তার হদিশ দিচ্ছে পঞ্জিকা।
উল্লেখ্য, মনে করা হয় শিবরাত্রিতে শিব-পার্বতীর বিয়ে আয়োজিত হয়েছিল। সেই ধর্মীয় বিশ্বাস থেকেই এই দিনকে খুবই শুভ মনে করা হয়। দেখে নেওয়া যাক, শিবরাত্রির তিথি কখন থেকে শুরু আর শেষ হচ্ছে কখন।
উল্লেখ্য, মনে করা হয় শিবরাত্রিতে শিব-পার্বতীর বিয়ে আয়োজিত হয়েছিল। সেই ধর্মীয় বিশ্বাস থেকেই এই দিনকে খুবই শুভ মনে করা হয়। দেখে নেওয়া যাক, শিবরাত্রির তিথি কখন থেকে শুরু আর শেষ হচ্ছে কখন।
শিবরাত্রি ২০২৪-এর তিথি- পঞ্জিকা মত বলছে, ২০২৪ সালের ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিটে পড়ছে শিবরাত্রির তিথি। পরের দিন ৯ মার্চ সন্ধে ৬ টা ১৭ মিনিট পর্যন্ত চলবে। প্রদোষকালের পুজো মুহূর্তের প্রেক্ষিতে শিবরাত্রি পালিত হবে ৮ মার্চ। ফলে শনিবার নয়, শুক্রবার রাতেই পালিত হবে শিবরাত্রি। যেহেতু শিবরাত্রি নিশিকালের পুজো, তাই ৮ মার্চই পালিত হবে পুজো।
শিবরাত্রি ২০২৪-এর তিথি- পঞ্জিকা মত বলছে, ২০২৪ সালের ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিটে পড়ছে শিবরাত্রির তিথি। পরের দিন ৯ মার্চ সন্ধে ৬ টা ১৭ মিনিট পর্যন্ত চলবে।
প্রদোষকালের পুজো মুহূর্তের প্রেক্ষিতে শিবরাত্রি পালিত হবে ৮ মার্চ। ফলে শনিবার নয়, শুক্রবার রাতেই পালিত হবে শিবরাত্রি। যেহেতু শিবরাত্রি নিশিকালের পুজো, তাই ৮ মার্চই পালিত হবে পুজো।
শিবরাত্রির চার প্রহরের পুজোর সময়- শিবরাত্রিতে ৮ মার্চ রাত ৯ টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো। ৮ মার্চ রাত ৯ টা ২৮ মিনিট থেকে শুরু করে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজো।
শিবরাত্রির চার প্রহরের পুজোর সময়- শিবরাত্রিতে ৮ মার্চ রাত ৯ টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো। ৮ মার্চ রাত ৯ টা ২৮ মিনিট থেকে শুরু করে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজো।
শিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো ৯ মার্চ মধ্যরাত ১২.৩০ মিনিট থেকে ভোর ৩.৩৪ মিনিট পর্যন্ত হবে। চতুর্থ প্রহরের পুজো সকাল ৩ টে ৩৪ মিনিট থেকে ভোর ৬ টা ৩৭ মিনিট পর্যন্ত হবে।
শিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো ৯ মার্চ মধ্যরাত ১২.৩০ মিনিট থেকে ভোর ৩.৩৪ মিনিট পর্যন্ত হবে। চতুর্থ প্রহরের পুজো সকাল ৩ টে ৩৪ মিনিট থেকে ভোর ৬ টা ৩৭ মিনিট পর্যন্ত হবে।

Shivratri 2024: পুকুরের জলেই ঘটে অলৌকিক ঘটনা! শিব মন্দিরে কী ঘটে? জানলে অবাক হবেন

শিলিগুড়ি : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিব মন্দির গুলির মধ্যে অন্যতম শিলিগুড়ি সংলগ্ন চাঁদমনি চা বাগানের শিব মন্দির। সামনেই মহা শিবরাত্রি। এই অঞ্চলের মানুষেরা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য।শিলিগুড়ির মানুষ ছাড়াও ভিড় জমান তরাই, ডুয়ার্স ও পাহাড় থেকে আসা বহু মানুষ। কথিত আছে, এই মন্দিরের পুকুরের জল দিয়েই শিব ঠাকুরের অভিষেক করা হয়েছিল এখানে এবং এই পুকুরের দুটো মাছ ছিল যার নাকে নথ পরানো ছিল। এই পুকুরের জল এতটাই পবিত্র ছিল যে এখানে মানত করলে তাদের মনের ইচ্ছে পূর্ণ হতে বলে আজও মানুষের বিশ্বাস। শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ ।

শিলিগুড়িতে অবস্থিত শিব ঠাকুরের মন্দির গুলির মধ্যে অন্যতম এই মন্দির। মন্দিরকে আজও মানুষের মধ্যে উন্মাদনা কম নেই। দূর দুরন্ত থেকে আজও ভক্তরা এইখানে পুজো দিতে ছুটে আসে। মন্দিরের মুখ্য পুরোহিত সরোজ কুমার মিশ্র বলেন, ” মন্দিরের পাশেই অবস্থিত পুকুরের জল দিয়ে এই মন্দিরের অভিষেক করা হয়েছিল। জল এতটাই পবিত্র মনে করা হত যে ভক্তরা এই জলে স্নান করে তবেই মন্দিরে প্রবেশ করে শিব লিঙ্গে জল ঢালত।” তিনি আরও জানান, বহুদূরান্ত থেকে ঋষি মুনিরা মহা শিবরাত্রির দিন এখানে এসে উপস্থিত হতেন ।আজও তাঁরা আসেন।

আরও পড়ুন: বাড়িতে সন্ধেবেলা ধুনো জ্বালালে কী হয়? বহু জটিল রোগ দূর করবে এই ধুনো! চমকে যাবেন

শিব পুজোকে ঘিরে প্রতিবছর চারদিন ব্যাপি মেলার আয়োজন করা হয় থাকে এখানে। এবছর আবার কোভিডের পর বড় আকারে মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। পুজো চলাকালীন মন্দিরে ভক্তদের জন্য ভোগের ও আয়োজন করা হয় চার দিনই ভোগের ব্যবস্থা থাকে সকলের জন্য।মন্দিরের পুরোহিত সরোজ কুমার মিশ্র জানান, “এ বছর ফের বড় আকারে মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরও চার দিনব্যাপী এই মেলা চলবে। এ বছরও বিপুল সংখ্যক দর্শনার্থীদের ভিড় হবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ!”

অনির্বাণ রায়

Monday Shiva Puja: সোমবারের শিবের ব্রত, পালং-ফুলকপি ছাড়াও এই সব সবজি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট জ্যোতিষীর পরামর্শ

সোমবার মহাদেবের আরাধনা করলে সকল মনস্কামনা পূরণ হয়। একই সঙ্গে বিশ্বাস করা হয় যে সোমবার শিব-পার্বতীর পুজো করলে অবিবাহিত মেয়েরা তাদের কাঙ্খিত বর পায়। সোমবার ভগবান শিব বা ভোলেনাথকে উৎসর্গ করা হয়। এই দিনে রীতি অনুযায়ী শিব ও পার্বতীর পুজো করার রীতি রয়েছে।
সোমবার মহাদেবের আরাধনা করলে সকল মনস্কামনা পূরণ হয়। একই সঙ্গে বিশ্বাস করা হয় যে সোমবার শিব-পার্বতীর পুজো করলে অবিবাহিত মেয়েরা তাদের কাঙ্খিত বর পায়। সোমবার ভগবান শিব বা ভোলেনাথকে উৎসর্গ করা হয়। এই দিনে রীতি অনুযায়ী শিব ও পার্বতীর পুজো করার রীতি রয়েছে।
তবে কিছু নিয়ম মেনে চললেই পুজো-ব্রতের সুফল পাবেন। এর মধ্যে প্রথমটি হল সোমবার কী খাবেন আর কী খাবেন না। কাসগঞ্জের সোরোনের জ্যোতিষী ডঃ গৌরব দীক্ষিতের পরামর্শ জানুন৷
তবে কিছু নিয়ম মেনে চললেই পুজো-ব্রতের সুফল পাবেন। এর মধ্যে প্রথমটি হল সোমবার কী খাবেন আর কী খাবেন না। কাসগঞ্জের সোরোনের জ্যোতিষী ডঃ গৌরব দীক্ষিতের পরামর্শ জানুন৷
সোমবার শিব ভক্তদের আমিষ খাওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের খাবার খেলে ভগবান শিব অসন্তুষ্ট হন। এছাড়াও, নেতিবাচক শক্তিগুলি বাড়িতে বাস করতে শুরু করে।
সোমবার শিব ভক্তদের আমিষ খাওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের খাবার খেলে ভগবান শিব অসন্তুষ্ট হন। এছাড়াও, নেতিবাচক শক্তিগুলি বাড়িতে বাস করতে শুরু করে।
সোমবার মশলাদার খাবার খাওয়া উচিত নয়। এদিনের রান্নায় জন্য শিলা লবণ ব্যবহার করুন।
সোমবার মশলাদার খাবার খাওয়া উচিত নয়। এদিনের রান্নায় জন্য শিলা লবণ ব্যবহার করুন।
সোমবারে রসুন, পেঁয়াজ এবং আদা খাওয়া এড়িয়ে চলা উচিত। শাস্ত্র অনুসারে, পেঁয়াজ এবং রসুনের মতো শাকসবজি আবেগ, উত্তেজনা এবং অজ্ঞতা বাড়ায়, যার কারণে আধ্যাত্মিক পথে চলার ক্ষেত্রে বাধা আসে এবং ব্যক্তির চেতনা প্রভাবিত হয়। এমনই জানানো হয়েছে৷
সোমবারে রসুন, পেঁয়াজ এবং আদা খাওয়া এড়িয়ে চলা উচিত। শাস্ত্র অনুসারে, পেঁয়াজ এবং রসুনের মতো শাকসবজি আবেগ, উত্তেজনা এবং অজ্ঞতা বাড়ায়, যার কারণে আধ্যাত্মিক পথে চলার ক্ষেত্রে বাধা আসে এবং ব্যক্তির চেতনা প্রভাবিত হয়। এমনই জানানো হয়েছে৷
জ্যোতিষীর মতে, সোমবারে সবুজ শাকসবজি খাওয়া এড়িয়ে চলা উচিত। সবুজ শাকসবজির মধ্যে পালং শাক, ফুলকপি, বেগুন এবং পটল না খাওয়াই ভাল।
জ্যোতিষীর মতে, সোমবারে সবুজ শাকসবজি খাওয়া এড়িয়ে চলা উচিত। সবুজ শাকসবজির মধ্যে পালং শাক, ফুলকপি, বেগুন এবং পটল না খাওয়াই ভাল।
সোমবার বেসনের তৈরি জিনিস খাওয়া এড়িয়ে চলা উচিত। তাই এই দিনে বেসন দিয়ে তৈরি পকোড়া বা চিলা ইত্যাদি খাওয়ার চেষ্টা করবেন না। একান্তই যদি খেতে হয় তাহলে আপনি সেগুলি বাকওয়েট ময়দা থেকে তৈরি করে খেতে পারেন।
সোমবার বেসনের তৈরি জিনিস খাওয়া এড়িয়ে চলা উচিত। তাই এই দিনে বেসন দিয়ে তৈরি পকোড়া বা চিলা ইত্যাদি খাওয়ার চেষ্টা করবেন না। একান্তই যদি খেতে হয় তাহলে আপনি সেগুলি বাকওয়েট ময়দা থেকে তৈরি করে খেতে পারেন।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷