ফাল্গুনের বড় পার্বণ মহাশিবরাত্রি আসছে সামনেই। আগামী ৮ মার্চ পড়েছে এ বছরের মহাশিবরাত্রি। এই তিথিতে দেবাদিদেব মহাদেবের পুজোর অন্যতম উপকরণ বেলপাতা।

Mahashivrtari 2024 Rituals: মহাশিবরাত্রিতে মহাদেবকে বেলপাতা নিবেদন করা হয় কেন? জেনে নিন পুজোর জন্য কীভাবে সেরা বেলপাতা বেছে নেবেন

ফাল্গুনের বড় পার্বণ মহাশিবরাত্রি আসছে সামনেই। আগামী ৮ মার্চ পড়েছে এ বছরের মহাশিবরাত্রি। এই তিথিতে দেবাদিদেব মহাদেবের পুজোর অন্যতম উপকরণ বেলপাতা।
ফাল্গুনের বড় পার্বণ মহাশিবরাত্রি আসছে সামনেই। আগামী ৮ মার্চ পড়েছে এ বছরের মহাশিবরাত্রি। এই তিথিতে দেবাদিদেব মহাদেবের পুজোর অন্যতম উপকরণ বেলপাতা।

 

শিবপুজোয় বেলফল ও বেলপাতার ভূমিকা গুরুত্বপূর্ণ৷ বেলপাতা ও বেলফল দুটোই পুজোপার্বণে বহুল ব্যবহৃত হয়৷ তাই বেলকে বলা হয় শ্রীফল৷ বলছেন জ্যোতিষবিদ অলোক খাণ্ডেলওয়াল।
শিবপুজোয় বেলফল ও বেলপাতার ভূমিকা গুরুত্বপূর্ণ৷ বেলপাতা ও বেলফল দুটোই পুজোপার্বণে বহুল ব্যবহৃত হয়৷ তাই বেলকে বলা হয় শ্রীফল৷ বলছেন জ্যোতিষবিদ অলোক খাণ্ডেলওয়াল।

 

বেলের পাতা যে ত্রিপত্র হিসেবে বা তিনটি পাতা একসঙ্গে থাকে, একে মহাদেবের ত্রিনয়নের প্রতীক বলে মনে করা হয়৷ শিবের আরাধনায় যে ছ’টি জিনিস প্রয়োজন হয়, সেগুলির মধ্যে অন্যতম হল বেলপাতা বা বিল্বপত্র৷
বেলের পাতা যে ত্রিপত্র হিসেবে বা তিনটি পাতা একসঙ্গে থাকে, একে মহাদেবের ত্রিনয়নের প্রতীক বলে মনে করা হয়৷ শিবের আরাধনায় যে ছ’টি জিনিস প্রয়োজন হয়, সেগুলির মধ্যে অন্যতম হল বেলপাতা বা বিল্বপত্র৷

 

বেলপাতার অনেক ওষধি গুণও আছে৷ স্বাস্থ্যের পক্ষে উপকারী বেলপাতা প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল৷ বেলপাতার নির্যাস রক্তে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে৷ গরমকালে বেলের পানার গুণও অতুলনীয়৷
বেলপাতার অনেক ওষধি গুণও আছে৷ স্বাস্থ্যের পক্ষে উপকারী বেলপাতা প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল৷ বেলপাতার নির্যাস রক্তে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে৷ গরমকালে বেলের পানার গুণও অতুলনীয়৷

 

যে গাছে বেলফল এখনও হয়নি, তার পাতা পুজোয় ব্যবহার করা যায় না৷ যে গাছে শ্রীফল বা বেল হয়েছে, তারও সব পাতা নেওয়া যাবে না পুজোয়৷ দেখে নিতে হবে যাতে পাতায় চক্র ও বজ্র চিহ্ন না থাকে৷
যে গাছে বেলফল এখনও হয়নি, তার পাতা পুজোয় ব্যবহার করা যায় না৷ যে গাছে শ্রীফল বা বেল হয়েছে, তারও সব পাতা নেওয়া যাবে না পুজোয়৷ দেখে নিতে হবে যাতে পাতায় চক্র ও বজ্র চিহ্ন না থাকে৷

 

পুজোর সময় বা নিবেদনের সময় দেবাদিদেবকে উৎসর্গ করার সময় প্রতি বার একসঙ্গে তিনটি পত্রই উৎসর্গ করতে হবে৷ নয়তো তা উৎসর্গ করা অর্থহীন হয়ে পড়বে৷
পুজোর সময় বা নিবেদনের সময় দেবাদিদেবকে উৎসর্গ করার সময় প্রতি বার একসঙ্গে তিনটি পত্রই উৎসর্গ করতে হবে৷ নয়তো তা উৎসর্গ করা অর্থহীন হয়ে পড়বে৷