পথদুর্ঘটনায় মৃত অনেক

Accident: বিয়েবাড়ির গাড়িতে হইহই করছিলেন ৪০-৫০ জন, আচমকা উল্টে সব শেষ…! মৃত্যুমিছিল-হাহাকার

রাজগড়ঃ ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ে ভয়াবহ পথ-দুর্ঘটনা। পিপলোডিতে রবিবার রাত ন’টা নাগাদ বিয়েবাড়ির যাত্রী বোঝাই ট্রাক্টর উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পুলিশ। জানা গিয়েছে, রাজস্থানের মোতিপুরা থেকে কুলামপুরা যাচ্ছিল বিয়েবাড়ির যাত্রী বোঝাই গাড়িটি। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মুখ্যমন্ত্রী মোহন যাদব।

মধ্যপ্রদেশের রাজগড়ে পথদুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজস্থানের মোতিপুরা পুলিশ স্টেশন জাওয়ার থেকে রাজগড়ের কুলমপুরায় যাওয়ার পথে পিপলোদি পোস্টের কাছে উল্টে যায় গাড়িটি। ট্রেলারের নিচে চাপা পড়ে তিন শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়। ২ জন গুরুতর আহতকে ভোপালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ বর্ষা এলেই বাড়ে টিকটিকি! পাঁচটির যে কোনও একটি বাড়িতে রাখুন আজই, লেজ গুটিয়ে পালাবে মুহূর্তে

মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। রাজগড়ের কালেক্টর হর্ষ দীক্ষিত জানিয়েছেন, আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথায় ও বুকে ক্ষত থাকায় দু’জনকে আরও ভাল চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিয়ে বাড়ির ওই গাড়িতে ৪০-৫০ জন ছিলেন। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মোহন যাদব বলেন, ‘রাজগড় জেলার পিপলোডি রোডে ট্রাক্টর ট্রলি উল্টে রাজস্থানের ঝালাওয়ার জেলার ১৩ জনের অকাল মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমরা রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং রাজস্থান পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। আহতরা রাজগড় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত কয়েকজন রোগীকে ভোপালে রেফার করা হয়েছে।’