প্রতিকী ছবি

Malaria Fever: ডেঙ্গিকে ছাপিয়ে ম্যালেরিয়া এখন মাথাব্যথার কারণ এই জেলায়! উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ

মুর্শিদাবাদ: বর্ষাকালে ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায় সর্বত্রই। তবে মুর্শিদাবাদ জেলাতে ডেঙ্গির থেকে ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি হয়েছে অনেকটাই। শুধুমাত্র জুলাই মাস পর্যন্ত জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৫০ জন, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। মুর্শিদাবাদে বরাবরই ম্যালেরিয়াকে পিছনে ফেলে দেয় ডেঙ্গি। কিন্তু এবারে সেখানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিকে পিছনে ফেলে দিয়েছে ম্যালেরিয়া।

কারণ হিসেবে উঠে এসেছে অন্য তথ্য। ভিন রাজ্য থেকে বাড়ি আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি থাকার কারণে এই বৃদ্ধির হার বাড়ছে বলে মত স্বাস্থ্য কর্তাদের। ওড়িশা,ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতো রাজ্যে থেকে মুর্শিদাবাদে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশিই দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আকাশ থেকে নাকি রুপো ঝরে পড়ছে! কোথায় জানেন, কাঁড়িকাঁড়ি রুপো কুড়োতে হুড়োহুড়ি

মূলত ওড়িশার মালকানগিরি এলাকায় ম্যালেরিয়ার প্রভাব বেশি থাকে বরাবরই। ওই সবএলাকায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, রেজিনগর, বেলডাঙা, সুতি সহ জেলার বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুরু করে জেলার বিভিন্ন মহকুমা হাসপাতালে ভর্তি থাকছেন রোগীরা। অন্যদিকে বেশ কয়েকজনের অজানা জ্বরে মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন, মশাবাহিত ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। তবে এবারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা গত বছরকে ছাড়িয়ে গিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী