তল্লাশি অভিযান স্থগিত রাখল মালায়শিয়া

Malaysia: ৯ দিনের যুদ্ধ শেষ, ম্যানহোলে আটকে পড়া মহিলার তল্লাশি স্থগিত জানাল মালয়শিয়া সরকার

কুয়ালালামপুর: মালয়শিয়াতে এক ভারতীয় মহিলাকে ম্যানহোল থেকে উদ্ধারকাজ স্থগিত করে দিল মালয়শিয়া প্রশাসন। এই ঘটনা প্রসঙ্গ উল্লেখ করে প্রশাসনের তরফ থেকে জানানো হয়, “পরিস্থিতি ভীষণ প্রতিকুল” তাই উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে।

৪৮ বছর বয়সী জি বিজয়ালক্ষ্মী অগাস্টের ২৩ তারিখে একটি ম্যানহোলে পড়ে যান। এরপরেই তৎপর হয় প্রশাসন। মালয়শিয়ার প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী ডঃ জালিহা মুস্তাফা জানান, তাঁদের উদ্ধারকাজ আজ প্রায় নবম দিনে পড়ল। কিন্তু, তাতেও কোনও উল্লেখযোগ্য সাফল্য মেলেনি।

উল্টে পরিস্থিতি অত্যন্ত প্রতিকুল হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা উদ্ধারকাজ স্থগিত রাখা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি আরও জানান, “নয় দিন তল্লাশি চালানোর পর ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করে এবং বিশেষজ্ঞ-পুলিশদের সঙ্গে আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি আমরা এই তল্লাশি অভিযান এখানেই শেষ করছি। “ওই ম্যানহোলে বিষাক্ত গ্যাস এবং অন্যান্য প্রতিকুলতা থাকার দরুন এই অভিযান স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে মুস্তাফা আরও বলেন, “তল্লাশি অভিযানের প্রত্যেক সদস্যদের নিরাপত্তাও আমাদের চিন্তা করতে হচ্ছে।

আরও পড়ুন: লক্ষ্যে অবিচল, প্লাবিত আহমেদাবাদে হাঁটুজল ঠেলে খাবার পৌঁছে দিলেন ডেলিভারি কর্মী.
তাঁদের কোনও বিপদের মুখে আমরা ঠেলে দিতে পারি না। এছাড়াও আমাদের স্বাভাবিক জীবনেও ধীরে ধীরে ফিরে যেতে হবে। তাই সব দিক বিবেচনা করেই আমরা এই অভিযান স্থগিত রাখলাম।”

তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তাঁদের এই সাহায্যের জন্য দেশের তরফ থেকে ধন্যবাদও জানানো হয়েছে বলে জানিয়েছেন মুস্তাফা। এছাড়াও ওই মহিলার পরিবারের ভিসা জনিত যে কোনও সমস্যা না হয় সে বিষয় নিশ্চিত করেছেন তিনি।