শিক্ষক শিক্ষিকার সঙ্গে স্বর্ণপদক জয়ী আয়ুশ

Malda News: ইস্ট জোনে স্বর্ণপদক! জাতীয় তাইকোন্ডতে সুযোগ মালদহের স্কুল পড়ুয়ার

মালদহ: ফের তাইকন্ডো প্রতিযোগিতায় সাফল্য মালদহের। স্কুল পড়ুয়ার সাফল্যে মালদহের ঝুলিতে আসল স্বর্ণপদক। শুধুমাত্র তাই নয়, এই সাফল্যে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে নিল মালদহের একাদশ শ্রেণীর স্কুল পড়ুয়া আয়ুশ কুমার ভট্টাচার্য। তার এমন সাফল্যে গর্বিত মালদহের ক্রীড়া প্রেমীরা। খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে পরিবার। স্কুলের সভাপতি গোপাল সরকার বলেন,”আমাদের স্কুল থেকে মোট তিনজন অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। প্রত্যেকেই ভাল খেলেছে। আয়ুশ স্বর্ণপদক পেয়েছে। আগামীতে আরও ভাল সাফল্য কামনা করি।”

মালদহের ইংরেজবাজার শহরের মহানন্দাপল্লীর বাসিন্দা আয়ুশ কুমার ভট্টাচার্য। বাবা আশিস কুমার ভট্টাচার্য বেসরকারি সংস্থার কর্মী। আয়ুশ মালদহ শহরের একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া। সিবিএসই ফার ইস্ট জোনাল তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল হুগলির হিন্দমোটরে। ইস্ট জোনের ১২ টি রাজ্যের স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মালদহের এই বেসরকারি স্কুল থেকে মোট তিন জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে আয়ুশ সাফল্য এনে দিয়েছে।

অনূর্ধ্ব ১৯ বিভাগে ৬৩ কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করে এই স্কুল পড়ুয়া। ইস্ট জোনে স্বর্ণপদক জেতার সুবাদে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মিলেছে। আগামী ২ অক্টোবর উত্তরাখণ্ডে জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়ুশ কুমার ভট্টাচার্য এই সাফল্যের পর জানিয়েছেন,”দেশের হয়ে খেলার স্বপ্ন রয়েছে আমার। ১৪ বছর ধরে তাইকন্ডো প্রশিক্ষণ নিচ্ছি। প্রথমে আত্মরক্ষার জন্য এই প্রশিক্ষণ শুরু করেছিলাম। আগামীতে জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে। তার জন্য প্রস্তুতি নিচ্ছি।”

আরও পড়ুনঃ South Dinajpur News: বাজার ছেয়েছে প্লাস্টিকের ফুল! পুজোর মুখে সংকটে শোলা শিল্প

গত প্রায় ১৪ বছর ধরে তাইকন্ডো প্রশিক্ষণ নিচ্ছে আয়ুশ কুমার ভট্টাচার্য। ছোটবেলা থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য তাইকন্ডো প্রশিক্ষণ। বর্তমানে ভাল খেলার সুবাদে তাইকন্ডো নিয়ে এগিয়ে যেতে চাই আয়ুষ। আগামীতে দেশের হয়ে খেলার স্বপ্ন রয়েছে। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ক্ষুদে এই স্কুল পড়ুয়া। বর্তমানে জোর কদমে অনুশীলন চালাচ্ছে আয়ুশ।

হরষিত সিংহ