সতর্ক মালদহ

Cyclone Remal alert Malda: ঘূর্ণিঝড় রিমল নিয়ে সতর্ক মালদহ, রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, খোলা হল কন্ট্রোল রুম

মালদহ: ঘূর্ণিঝড় রিমলের কমবেশি প্রভাব পড়তে পারে উত্তরের জেলা মালদহে।  এই জন্যই জেলা জুড়ে জারি হয়েছে সতর্কতা। চালু হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। যেখানে সর্বক্ষণ রিমলের গতিবিধির উপর নজর রাখছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। ইতিমধ্যেই মালদহ জেলার ৪১টি ফেরিঘাটের পরিচালকদের সতর্ক করেছে প্রশাসন। রবিবার ও সোমবার মৎস্যজীবীদের মাছ ধরার জন্য নদীতে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিঘা, মন্দারমণিতে ছাড় পাবেন না পর্যটকরা! রিমল নিয়ে সতর্ক নবান্ন, কড়া নির্দেশ

প্রশাসন সূত্রে খবর , সাইক্লোন রিমলের প্রভাবে মালদহে ভারী বৃষ্টি , সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। দুর্যোগের পাশাপাশি আগামী দু’দিন মালদহে আবহাওয়ার বিরাট বদলের সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা কমবে বেশ কয়েক ডিগ্রি। গত কয়েক দিন ধরেই মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে। এর পাশাপাশি আর্দ্রতার কারণে গরমের অনুভূতি হচ্ছে আরও বেশি। গরমে হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। এই অবস্থায় অনেকেই নিস্তার পেতে বৃষ্টি চাইছেন।কিন্তু, যেভাবে দুর্যোগ ঘনিয়ে বৃষ্টি নামতে চলেছে তা যথেষ্ট চিন্তার বলেই মনে করছে আবহবিদ থেকে প্রশাসন।

আরও পড়ুন: মাঠের পর কি সম্পর্ক নিয়েও চাপে হার্দিক? পান্ডিয়া পদবি মুছলেন হার্দিক-পত্নী নাতাশা

নবান্নের নির্দেশিকা মেনেই মালদহের জেলাশাসকের দপ্তরের তিন তলায় বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরে চালু হয়েছে দিনরাত্রির কন্ট্রোল রুম। যেখানে থাকছে দু’টি ফোন নম্বর। বিপর্যয়ের সময় ০৩৫১২ – ২৫৩০৫৬/০৩৫১২ – ২৫২০৫৮ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে প্রশাসনের  সঙ্গে। এই ভাবে প্রয়োজনীয সাহায্যও মিলবে। রিমল প্রতিরোধের আগাম ব্যবস্থা হিসেবে শনিবার মালদহ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্লকের বিডিও এবং ফেরিঘাট পরিচালকদের সঙ্গে বৈঠক করা হয়। দিনকয়েক আগে মালদহে বজ্রপাতে একসঙ্গে ১১ জনের মৃত্যুর ঘটনার পর রিমল প্রতিরোধে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, মালদহে পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। দু’টি কিউআরটি টিম সব সময়ের জন্য প্রস্তুত থাকছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নদী পারে বোট মজুত রাখা হচ্ছে।