একটু খাবার জল দিন... ভোটের মুখে কাতর আর্জি মালদহের এই গ্রামের গৃহিণীদের

Malda: একটু পানীয় জল দিন… ভোটের মুখে কাতর আর্জি মালদহের এই গ্রামের গৃহিণীদের

সেবক দেবশর্মা, মালদহ: প্রচণ্ড গরমে মেলে না খাওয়ার জল। প্রচণ্ড রোদেও দূরদূরান্ত থেকে জল বয়ে আনতে হয়। পঞ্চায়েত থেকে লোকসভা, প্রতিবারই নিয়ম করে তাঁরা ভোট দেন। এবার তাই লোকসভা ভোটের মুখে পানীয় জলের সমস্যা নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদহের এক গ্রামের গৃহিণীরা। সোমবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুর মালাকাপাড়া এলাকায়। ঘটনায় স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন বিক্ষোভকারী মহিলারা। পানীয় জলের দাবিতে লক্ষ্মণপুর বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছু সময়ের জন্য রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। পরে অবশ্য পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন– রাতের অন্ধকার নামতেই আচমকা পুলিশি অভিযান; এরপর যা হল… শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা !

স্থানীয় বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, তাঁদের এলাকায় দীর্ঘদিন ধরে সাবমারসিবল পাম্প বসানো হয় নি। একটি নলকূপ থেকে আয়রন যুক্ত জল তাঁদেরকে ব্যবহার করতে হচ্ছে। মাঝেমধ্যে সেটিও বিকল হয়ে পড়ে। একে প্রচণ্ড গরম। তার উপর জলের চাহিদাও বেড়েছে। ঘরের কাজ মেটাতে পরিশ্রুত পানীয় জলের জন্য তাঁদের দূর দূরান্তে যেতে হচ্ছে। প্রতিবারই ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও সমস্যার কথা জানিয়েছেন। সবাই নিয়মমাফিক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি।

আরও পড়ুন– IIT, IIM-এর চাকরি ছেড়ে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশ্যালিস্ট; সহেলির রোজগার শুনলে মাথা ঘুরে যাবে!

এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইন থাকা সত্ত্বেও গ্রামে পরিশ্রুত পানীয় জল মিলছে না। সেই কারণে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের মরশুমে পানীয় জল এবং বিদ্যুৎ সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সব দফতর এবং প্রশাসনকে সতর্ক করেন। গরমে মানুষ যাতে জলের সমস্যায় না পড়েন, এর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, এরপরেও মালদহের এই গ্রামে জল সমস্যা মেটাতে এখনও  পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।