নার্সিং ট্রেনিং স্কুল

North 24 Parganas News: রাজ্যের এই নার্সিং স্কুলেই রোগীদের সুস্থ করে তোলার পাঠ নেন পুরুষেরা!

উত্তর ২৪ পরগনা: হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণীর মৃত্যু নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তারই মাঝে বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে এখন রোগীদের পরিষেবা দিচ্ছেন মহিলাদের পাশাপাশি পুরুষ নার্সরাও।

পুরুষদের এই নার্সিং ট্রেনিং এর ক্ষেত্রে, উচ্চশিক্ষার জন্য রাজ্যে অন্যতম পুরুষদের নার্সিং স্কুল তৈরি হয়েছে অশোকনগরে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এই নার্সিং স্কুলের। তার পর থেকেই নতুন বিল্ডিং-এ বিভিন্ন বিভাগের নার্সিং ট্রেনিং-এর ক্লাস শুরু হয়েছে।

আরও  পড়ুন: পৃথিবীর একমাত্র পাখি, যেটির ডানা নেই! কোন পাখি? বলুন দেখি…উত্তর মিলিয়ে দেখুন

এখন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা বহু পুরুষ নার্সিং ছাত্ররা এই স্কুল থেকেই রোগীদের সেবা করার নানা পদ্ধতি ও কৌশল রপ্ত করছেন অভিজ্ঞ শিক্ষিকাদের কাছ থেকে। উত্তর ২৪ পরগনার কচুয়া মোড় সংলগ্ন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে চারতলা বিশিষ্ট ৩২০০ বর্গফুট জায়গা জুড়ে এই নার্সিং স্কুলের নতুন বিল্ডিং।

যেখানে রয়েছে অত্যাধুনিক ক্লাসরুম থেকে শুরু করে, আধুনিক ডিজিটাল ল্যাব ও ছাত্রাবাসের বিশেষ ব্যবস্থা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রদের পঠন পাঠনের পাশাপাশি হাতে কলমে দেওয়া হচ্ছে রোগীদের কিভাবে শুশ্রূষা করতে হবে, কী ভাবে দ্রুত রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হবে তার প্রশিক্ষণ। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতেও ইতিমধ্যে তারা রোগীদের সেবার কাজে নিযুক্ত রয়েছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন- মাত্র ১৬০০ টাকায় হয়ে যাবেন MBBS! এত কম খরচে দেশের কোথায় ডাক্তারি পড়া যায়? জেনে নিন!

এন্টার্নস এক্সাম দিয়ে এখানে গ্রাজুয়েশনের জন্য ছেলেরা নার্সিং-এ ভর্তি হন। তিনটি ইয়ারের এখন প্রায় শতাধিক ছাত্ররা এই নতুন বিল্ডিং-এ ক্লাস করছেন। অতীতের পুরনো বিল্ডিং-এ, ল্যাবের সুবিধা সে ভাবে না থাকায়, নতুন এই বিল্ডিং এ রয়েছে ফান্ডামেন্টাল ল্যাব, পেড্রিয়াটিক ল্যাব, কম্পিউটার ল্যাব, কমিউনিটি ল্যাব সহ আরও অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা। ক্লাসরুমে ডিজিটাল পদ্ধতিতে প্রজেক্টর ব্যবহার করে দেওয়া হচ্ছে রোগীদের চিকিৎসা ও পরিষেবা দেওয়ার নানা শিক্ষা। তবে এই স্কুলের পুরুষ নার্সিং ছাত্রদের জন্য বিশেষ নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আগামী দিনে খুব দ্রুত কলেজের বিভিন্ন জায়গায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা বলেও জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে।

নার্সিং ছাত্র ছাত্রীদের হাসপাতালে কর্মস্থলে নির্দিষ্ট সুরক্ষা দেওয়ারও দাবি জানান স্কুলের প্রধান শিক্ষিকা সীমা দেবনাথ ঘোষ। তবে আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই নার্সিং ছাত্রদের তরফ থেকেও একটি সাইলেন্ট প্রতিবাদ করা হয়েছে। আগামী দিনে কর্মস্থলে রোগী পরিষেবার ক্ষেত্রে সঠিক নিরাপত্তা মিলবে বলেও আশা রাখছেন এই নার্সিং স্কুলের শিক্ষিকারা। ছাত্ররাও স্কুলের এমন পরিবেশে ও অত্যাধুনিক প্রযুক্তিতে শিক্ষা লাভ করে যথেষ্টই খুশি বলে জানান। আগামী দিনে এই স্কুল থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীদের উন্নত পরিসেবা দিতে দক্ষ হয়ে উঠছে পুরুষ নার্সরাও।

রুদ্র নারায়ণ রায়