বুধবার একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Mamata Banerjee Abhishek Banerjee: আরজি কর কাণ্ডের পর এই প্রথম, একমঞ্চে মমতা-অভিষেক! বুধবারেই পাল্টা জবাব?

কলকাতা: আরজি কর কাণ্ডের পর এই প্রথম৷ বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে একই মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ একুশে জুলাইয়ের পর এই প্রথমবার একই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন তাঁরা৷ আরজি কর কাণ্ডের পর তৃণমূলের অন্দরে অভিষেকের ভূমিকা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল৷ সেই জল্পনায় ইতি পড়তে পারে বুধবার৷

বিশেষত এ দিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বুধবার বিজেপির বাংলা বনধের ডাক দেওয়ার পর মমতা, অভিষেক একই মঞ্চ থেকে কী বার্তা দেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে৷

আরও পড়ুন: বুধবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ, ঘোষণা করলেন সুকান্ত মজুমদার

তৃণমূল সূত্রে খবর, বুধবারের সমাবেশ থেকেই দলীয় ভাবে আরজি কর কাণ্ড নিয়ে জোরাল বার্তা দেওয়া হবে৷ সমাবেশে বক্তাদের তালিকায় থাকবেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা৷ বক্তব্য রাখবেন যুব তৃণমূলের সভানেত্রী এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ৷ তবে সমাবেশের মূল আকর্ষণ অবশ্যই মমতা এবং অভিষেক৷ একসঙ্গে একটি বইও প্রকাশ করার কথা তাঁদের৷

কলকাতা পুলিশের থেকে আরজি কর কাণ্ডের তদন্তভার বেশ কিছুদিন হাতেই সিবিআই-এর হাতে গিয়েছে৷ যদিও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও সাফল্য পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইতিমধ্যেই সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল৷ দ্রুত দোষীদের শাস্তির দাবিও জানিয়েছে তারা৷ আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে বিজেপি রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে, এমন অভিযোগও তুলেছে তৃণমূল নেতৃত্ব৷ বুধবার মমতা এবং অভিষেক মেয়ো রোড থেকে বিরোধীদের কী জবাব দেন, তা নিয়েই এখন শাসক দলের অন্দরে এবং রাজনৈতিক মহলেও কৌতূহল তুঙ্গে৷