মমতা-অভিষেক

Mamata Banerjee-Abhishek Banerjee: নবান্ন অভিযানের পর দিনই তৃণমূলের ছাত্র সমাবেশ! মমতা, অভিষেকের বক্তব‍্যের দিকে তাকিয়ে দল

কলকাতাঃ নবান্ন অভিযানের দিনেই ছাত্র সমাবেশের প্রস্তুতি শুরু তৃণমূলের। আগামীকালের সমাবেশের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ‍্যোপাধ্যায়। দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন ছাত্র-ছাত্রীরা। সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ আগামীকালের সমাবেশ।

আরও পড়ুনঃ সোশ‍্যাল মিডিয়াতে CBI-কে তুলোধনা অভিষেকের! বেঁধে দিলেন তদন্তের সময়সীমা!

শাসক দলের ছাত্র সংগঠনের সমাবেশ যথাযথ করতে ময়দানে তৃণমূল নেতৃত্ব। বিরোধীদের প্রশ্নের জবাব আগামীকাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আরজি কর ইস্যুতে পরবর্তী কর্মসূচি।কলেজ ভোট নিয়ে অবস্থান জানাতে পারে দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের দাবি তাঁরা বড় জমায়েত করবে আগামীকাল।

আজ মঙ্গলবার নবান্ন অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজকের এই নবান্ন অভিযান ঘিরেই অশান্তি-অরাজকতার ছক কষেছে বিরোধীরা। এর জেরে সতর্ক পুলিশও। প্রশাসনের তরফে একাধিক স্টেশনে চলছে তল্লাশি।