লক্ষ্মীর ভাণ্ডারকে হিংসা করে সিপিএম, অভিযোগ মমতার৷

Mamata Banerjee attacks CPIM: লক্ষ্মীর ভাণ্ডারকে হিংসা, তাই আরজি কর কাণ্ড নিয়ে নাটক করছে সিপিএম! অভিযোগ মমতার

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কালিমালিপ্ত করতেই আরজি কর কাণ্ড নিয়ে নাটক শুরু করেছে সিপিএম৷ এ দিন এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরজি কর কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে এ দিন মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তৃণমূলনেত্রী৷ মিছিলের শেষে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ তোলেন তিনি৷

এ দিনও মুখ্যমন্ত্রী বার বার অভিযোগ করেছেন, আরজি কর কাণ্ডে সমাজমাধ্যমে ভুয়ো ভিডিও ছড়িয়ে দিচ্ছে বিরোধীরা৷ যাতে রাজ্য সরকার এবং শাসক দল সম্পর্কে সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, যেটা সত্য সেটা উদঘাটিত হোক। কিন্তু মিথ্যাটাকে সামনে এনে সত্যিটাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে। কেউ কেউ রাজনীতি করার জন্য টাকা দিয়ে ডিজিটাল মিডিয়ায় টোটাল মিথ্যা ঘটনা বানিয়ে ছাড়ছে। একাজে এআই- কে কাজে লাগানো হচ্ছে। বাম-রাম একাজ করছে।

আরও পড়ুন: কত ভিড় হবে, আন্দাজই করতে পারেনি পুলিশ! আরজি কর ভাঙচুরে কাণ্ডে ব্যর্থতা মানলেন নগরপাল

এর পর সিপিএমকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা নতুন এসেছেন তাদের বলব দাদাদের ইতিহাসটা ভাল করে জানুন। সিপিএমের ইতিহাসটা জানুন। সিপিএম আপনি মেয়েটার পরিবারের প্রতি সহানুভূতি জানাতে পারতেন। আপনার হিংসা তো লক্ষীর ভাণ্ডারের এর উপর।’

প্রসঙ্গত উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আক্রমণ করে লোকসভা নির্বাচনের আগে আক্রমণে নেমেছিল সিপিএম সহ বামেরা৷ যদিও ভোটের ফলে বিপর্যয়ের পর দলীয় রিপোর্টেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সিপিএমের অবস্থানকে নির্বাচনী ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়েছিল৷ এবার আরজি কর কাণ্ডে সিপিএমকে আক্রমণ করতে গিয়ে লক্ষ্মীর ভান্ডারকেই অস্ত্র করলেন মমতা৷