সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Mamata Banerjee on Supreme court order: ‘খুব খুশি’, শিক্ষকদের চাকরি বহালের নির্দেশে তৃপ্ত মমতা! ‘সত্যের জয়’, লিখলেন অভিষেক

কলকাতা: সুপ্রিম কোর্ট প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করায় স্বস্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শীর্ষ আদালতের নির্দেশের পরই এ দিন এক্স হ্যান্ডেলে লেখেন, এই রায়ে তিনি খুব খুশি এবং মানসিক ভাবে তৃপ্ত৷

কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর থেকেই চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।’


সুপ্রিম কোর্টের এ দিনের নির্দেশের পর এ দিন সরাসরি বিজেপিকে আক্রমণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বাংলাকে বদনাম করতে এবং রাজ্য সরকারকে বিব্রত করতে বিজেপি যে বিস্ফোরক মজুত করেছিল, সুপ্রিম কোর্ট আজ তা নিষ্ক্রিয় করে দিয়েছে৷ সত্যের জয় হয়েছে৷ সমস্ত বাধা অতিক্রম করে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের পাশে থাকব৷’

আরও পড়ুন: আপাতত চাকরি বহাল ২৬ হাজার শিক্ষকের, জুলাই মাসে চূড়ান্ত শুনানি! বড় রায় সুপ্রিম কোর্টের

এ দিন কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো ২৫৭৫৩ জন শিক্ষকের চাকরি আপাতত বহাল থাকছে৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুচলেকা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য বলে প্রমাণিত হলে তাঁদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক ফেরত দিতে হবে৷

এমন কি, অযোগ্য বলে চিহ্নিত চাকরি প্রাপকদেরও আপাতত ১২ শতাংশ সুদ সহ বেতনের টাকা ফেরত দিতে হবে না৷ আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি৷ ওই দিনই এই মামলার চূড়ান্ত রায়দান করবে শীর্ষ আদালত৷