Mamata Banerjee Junior doctors meeting: সন্ধে ৬টায় জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মমতা! নবান্ন নয়, বৈঠক হবে কালীঘাটে

কলকাতা: আজই ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সন্ধে ৬টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হতে চলেছে৷ মুখ্যমন্ত্রীর কাছে বৈঠকের সময় চেয়ে কিছুক্ষণ আগে ই মেল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ তার জবাবে মুখ্যসচিব মনোজ পন্থ ই মেল করে জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে যাওয়ার কথা জানিয়েছেন৷

রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো ই মেলে জানানো হয়েছে, এই বৈঠকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ১৫ জনের প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন৷

আরও পড়ুন: পদত্যাগের আগে শেষ চিঠিতে মমতাকে কী লিখেছিলেন, ফাঁস করলেন জহর সরকার

তবে মুখ্যসচিবের ই মেল পাওয়ার পর ফের আলোচনায় বসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ প্রাথমিক ভাবে খবর, জুনিয়র চিকিৎসকরা তিরিশ জন প্রতিনিধি নিয়েই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে চান৷

শনিবার দুপুরেই স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের ধরনা মঞ্চে আচমকা হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনার মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানান মুখ্যমন্ত্রী৷ এর পর নিজেদের মধ্যে বৈঠক করে চিকিৎসকরা আলোচনার জন্য সময় চেয়ে মুখ্যমন্ত্রীকে ই মেল পাঠান৷ তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিবের পক্ষ থেকে ই মেল করে কালীঘাটে বৈঠকে যোগ দেওয়ার জন্য জুনিয়র চিকিৎসকদের জানানো হয়৷

তবে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় থাকছেন তাঁরা৷ পাশাপাশি, স্বচ্ছ পরিবেশে এবং খোলা মনে আলোচনার উপরে জোর দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ রাজ্য সরকার সরাসরি সম্প্রচারের শর্তে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল৷