Mamata Banerjee junior doctors meeting at Kalighat: কালীঘাটের বৈঠকেও জট? মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে অপেক্ষায় জুনিয়র চিকিৎসকরা

কলকাতা: নবান্নের মতোই কালীঘাটের বৈঠকেও সরাসরি সম্প্রচার নিয়ে জট৷ সূত্রের খবর, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেও বৈঠকে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরেই অপেক্ষা করছেন তাঁরা৷ সন্ধে ৭.২৫ পর্যন্ত এরকমই খবর মিলেছে৷

এ দিন সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ কালীঘাটে পৌঁছয় জুনিয়র চিকিৎসকদের ৩২ জনের প্রতিনিধি দল৷ মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতেও প্রবেশ করেন তাঁরা৷ কিন্তু বৈঠকে ঢোকার ঠিক মুখে ফের বেঁকে বসেন কয়েকজন জুনিয়র চিকিৎসক৷ তাঁরা দাবি করেন, সরাসরি সম্প্রচার না হলে তাঁরা বৈঠকে যোগ দেবেন না৷ ফলে সন্ধে ৭.১০ নাগাদ বৈঠক শুরুর কথা থাকলেও বৈঠক শেষ খবর পাওয়া পর্যন্ত শুরু করা যায়নি৷ গত বৃহস্পতিবার এই একই ছবি দেখা গিয়েছিল নবান্নে৷

আরও পড়ুন: পদত্যাগের আগে শেষ চিঠিতে মমতাকে কী লিখেছিলেন, ফাঁস করলেন জহর সরকার

কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁরা নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় রয়েছেন৷ তবে সরাসরি সম্প্রচারের শর্ত নিয়ে ধোঁয়াশা তৈরি করেন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁরা জানান, স্বচ্ছতার সঙ্গে বৈঠক চান তারা৷ রাজ্য সরকারের পক্ষ থেকে ১৫ জন প্রতিনিধিকে বৈঠকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল৷ জুনিয়র চিকিৎসকরা অবশ্য তিরিশ জনের বেশি প্রতিনিধি নিয়েই কালীঘাটে পৌঁছন৷ তাতেও আপত্তি করেন পুলিশ প্রশাসন৷ এর পরেও বৈঠক ঘিরে তৈরি হল জট৷

আরও পড়ুন: কালীঘাটে কেন বৈঠক, প্রশ্ন তুলেও মমতার বাড়িতে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা!

এ দিন দুপুরেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরই দু পক্ষ থেকেই নতুন করে আলোচনায় বসার বার্তা দেওয়া হয়৷ সেই মতো বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকরা বৈঠকের জন্য সময় এবং স্থান জানতে চেয়ে ই মেল করেন মুখ্যমন্ত্রীকে৷ তার জবাবেই মুখ্যসচিব মেল করে কালীঘাটে বৈঠকের কথা জানান৷

কালীঘাটে কেন বৈঠক ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেও জট কাটাতে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিতেই কালীঘাটে পৌঁছন জুনিয়র চিকিৎসকরা৷ মনে করা হয়েছিল, শেষ পর্যন্ত হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বহু প্রতীক্ষিত বৈঠক আজই হবে৷ যদিও শেষ পর্যন্ত বৈঠক আজও হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জট৷

গত বৃহস্পতিবারও নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েও রাজ্য সরকার সরাসরি সম্প্রচারের শর্তে রাজি না হওয়ায় ফিরে এসেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে অপেক্ষায় রয়েছেন৷ ফের নিজেদের মধ্যে এক দফা আলোচনা করছেন জুনিয়র চিকিৎসকরা৷