আজ নীতি আয়োগের বৈঠকে নজরে মমতা বন্দ্যোপাধ্যায়৷

Mamata Banerjee at NITI Aayog meeting: বক্তাদের তালিকায় এগিয়ে আনা হল মমতাকে! নীতি বৈঠকে বক্তব্য রাখার জন্য কত মিনিট পাবেন বাংলার মুখ্যমন্ত্রী?

নয়াদিল্লি: রাজ্যের নামের ইংরেজি আদ্যাক্ষর অনুযায়ী পশ্চিমবঙ্গের নাম আসার কথা ছিল একেবারে শেষ দিকে৷ যদিও রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তাদের তালিকায় একেবারে প্রথম দিকেই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে বলে খবর৷

সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য দশ মিনিট বরাদ্দ করা হয়েছে৷ বক্তাদের তালিকায় বিহারের পরই রয়েছে পশ্চিমবঙ্গের নাম৷ সবমিলিয়ে বক্তাদের তালিকায় সাত নম্বরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেলা সাড়ে এগারোটার নাগাদ বক্তব্য রাখতে পারেন তিনি৷

আরও পড়ুন: প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ করে অর্ধ দিবস ছুটি ঘোষণা মমতার!

বিরোধী জোটের বেশিরভাগ মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করলেও বৈঠকে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি অবশ্য জানিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলির বঞ্চনার অভিযোগেও নীতি আয়োগের বৈঠকে সরব হবেন তিনি৷ পাশাপাশি রাজ্যের বকেয়া মেটানোর দাবিতেও সরব হবেন তিনি৷

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে রেখেছেন, যদি তাঁকে বক্তব্য রাখার যথাযথ সুযোগ দেওয়া না হয়, সেক্ষেত্রে বৈঠক ছেড়ে বেরিয়ে আসবেন তিনি৷