স্কুটিতে চেপে যাচ্ছিল বাবা-মেয়ে, সঙ্গে ট্রলি, ব‍্যাগ খুলতেই যা বেরল! পুলিশের চক্ষু চড়কগাছ, গ্রেফতার দু'জনেই

Smuggling: স্কুটিতে চেপে যাচ্ছিল বাবা-মেয়ে, সঙ্গে ট্রলি, ব‍্যাগ খুলতেই যা বেরল! পুলিশের চক্ষু চড়কগাছ, গ্রেফতার দু’জনেই

নদীয়া: গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার বাবা ও মেয়ে। দু’জনের কাছ থেকেই উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। আজ দুপুরে পলাশী তেজনগর ঘাট থেকে কালীগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়।

সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের নাম কামাল মল্লিক ও তার কন্যা সানিজা খাতুন। তাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চর সুজাপুরে।

আরও পড়ুন: ৪ বা ৬ নয়, গুণে গুণে ৫! বলুন তো ‘সকলের’ হাতে-পায়ে ৫ টি করেই কেন আঙুল থাকে? কারণ জানলে মাথা ঘুরে যাবে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা একটি স্কুটিতে চেপে ট্রলি ব্যাগে গাঁজা পাচারের চেষ্টা করছিলেন। যদিও সে চেষ্টা শেষমেশ ব‍্যর্থ হয়। পুলিশের জালে গ্রেফতার দুই পাচারকারী।

মুর্শিদাবাদ থেকে তেজনগর ঘাট পেরিয়ে নদীয়ার পলাশীতে প্রবেশ করে কামাল মল্লিক ও তার কন্যা। গোপন সূত্রে খবর সেখানে আগে থেকেই ওৎ পেতে বসে ছিল কালীগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: বর্ষায় স‍্যাঁতসেঁতে হয়ে আছে ভিজে জামাকাপড়? ১০ মিনিটে রোদ ছাড়াই হবে খটখটে শুকনো, ৪ টিপস মানলেই কেল্লাফতে, গন্ধও কেটে যাবে

তারা ঘাট পেরিয়ে আসতেই পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে‌। তল্লাশি চালিয়ে ট্রলি ব্যাগ থেকে চারটি পলিথিন ব্যাগে আনুমানিক প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার হয়।