প্রতীকী ছবি৷

Purba Medinipur news: স্ত্রী, দুই ছেলে, শাশুড়ি সহ ৬ জনকে কোপ! নন্দকুমারে শ্বশুরবাড়িতে তাণ্ডব চালাল জামাই

নন্দকুমার: পারিবারিক অশান্তি জের৷ শ্বশুরবাড়িতে গিয়ে নিজের স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি সহ ছ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করল জামাই৷ মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায়৷

যদিও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন প্রত্যেকেই৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম শেখ আপন৷ ২০০৭ সালে ভগবানপুর থানা এলাকার বাসিন্দা শেখ আপনের সঙ্গে বিয়ে হয় নন্দকুমার থানার কুমোরআড়া গ্রামের বাসিন্দা আসমা বিবির৷ তাঁদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে৷

আরও পড়ুন: হোটেলের ঘরে গিয়ে আসল রূপ ধরল ছোটবেলার বন্ধু, বিশ্বাস করে চরম সর্বনাশ তরুণীর

অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপরে অত্যাচার করত শেখ আপন৷ দুই পরিবারের মধ্যে বহুবার এ নিয়ে আলোচনা হলেও কাজের কাজ হয়নি৷ শেষ পর্যন্ত কয়েকমাস আগে নন্দকুমারে নিজের বাপের বাড়িতে চলে আসেন ওই মহিলা৷

এ দিন দুপুরে মদ্যপ অবস্থায় নিজের শ্বশুরবাড়িতে হাজির হয় শেখ আপন৷ তার প্রতিবাদ করে ওই ব্যক্তির স্ত্রী৷ এর কিছুক্ষণ পরেই স্ত্রী রান্না করার সময় পিছন থেকে তার উপর হামলা চালায় শেখ আপন৷ ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে অভিযুক্ত৷ বাধা দিতে এলে নিজের শাশুড়ির উপরেও চড়াও হয় সে৷ শেখ আপনের আক্রোশ থেকে বাদ যায়নি তার দুই ছেলেও৷ অভিযোগ দুই ছেলে ছাড়াও শ্বশুরবাড়ির কয়েকজনেকে কোপায় ওই অভিযুক্ত৷

চিৎকার শুনে গ্রামবাসীরা এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে৷ গাছে বেঁধে রেখে অভিযুক্তকে উত্তম মধ্যম দেয় গ্রামবাসীরা৷ অন্যদিকে শেখ আপনের স্ত্রী, দুই ছেলে সহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়৷ আহতদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর৷