মালদহে প্রকাশ্যে খুনে চাঞ্চল্য৷

Malda: প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন যুবক, লাগল রাজনীতির রং! মালদহে চাঞ্চল্য

সেবক দেবশর্মা, মালদহ: প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন মালদহে। পুরাতন মালদহের সাহাপুর ছাতিয়ার মোড়ে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য। তাপস দাস (৩০) নামে যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ বাড়ির কাছেই রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

খবর পেয়ে  ঘটনাস্থলে আসে মালদহ থানার পুলিশ। পরে ছুটে আসেন পুলিশের পদস্থ আধিকারিকেরাও। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল`কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কে বা কারা , কী কারণে খুনের ঘটনা ঘটাল তা স্পষ্ট নয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপের ফলে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আরও পড়ুন: জলপাইগুড়ির ঝড়ে প্রাণ ঝরেছে ৫, উত্তরবঙ্গে লাগাতার ঝড়-বৃষ্টির সতর্কতা! জানুন আবহাওয়ার বড় খবর

মৃতদেহের পাশাপাশি এলাকায় প্রচুর রক্ত ছড়িয়ে থাকতে দেখা যায়। এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কীভাবে খুন , কেনই বা খুন হল তার সঠিক তদন্তের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।খুনের ঘটনার প্রতিবাদে মালদহ – নালাগোলা রাজ্য সড়কে অবরোধ , বিক্ষোভ দেখান পরিবার – পরিজন এবং প্রতিবেশীরা। অবরোধের জেরে বেশ কিছু সময়ের জন্য ব্যস্ততম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ ।

তদন্তের প্রয়োজনে সাধারণ মানুষজনকে এলাকায় ঘেঁষতে দেওয়া হয়নি।
এ দিকে ভোটের মুখে খুনের ঘটনায় লেগেছে রাজনীতির রং। নিহতকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে তৃণমূল ও বিজেপি। নিহত যুবক পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে সক্রিয়ভাবে কাজকর্ম করেন বলে দাবি করেছেন মালদহ জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু। যদিও , নিহতের পরিবার এবং যুবক তাঁদের সমর্থক বলে দাবি বিজেপির। এ দিন নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু । পুলিশকে অবিলম্বে ঘটনার প্রকৃত তদন্ত এবং দোষীদের গ্রেফতারের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও করেন তিনি।