দেশ Cyclone Dana at Bhitarkanika: ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর দানা! ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও কীভাবে রক্ষা পায় ভিতরকণিকা? Gallery October 26, 2024 Bangla Digital Desk আবাহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, ওড়িশার ভিতর কণিকা জাতীয় উদ্যানের কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা৷ ভিতর কণিকার জঙ্গলের প্রাণীদের কী হবে, তা নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছিল পরিবেশপ্রেমীদের মনে৷ তথ্য- কমলিকা সেনগুপ্ত যদিও দানা আছড়ে পড়ার পরেও ভিতরকণিকা জাতীয় উদ্যোনের বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ কিন্তু কীভাবে দানার রোষ থেকে বাঁচল ভিতরকণিকা? আবহবিদরা জানাচ্ছেন, দুটি বিপরীত ঘূর্ণিঝড়ের প্রভাবে দানার তীব্রতা কিছুটা কম ছিল৷ তার উপর ভিতরকণিকার ম্যানগ্রোভের জঙ্গলও দানার ধাক্কা মূলত সামলে নিয়েছিল৷ ওড়িশার অন্যতম অভিজ্ঞ পরিবেশবিদ জয়কৃষ্ণ পানিগ্রাহি জানিয়েছেন, ম্যানগ্রোভের জঙ্গের গাছের শেকড়গুলিই দানা প্রভাবে হওয়া জলস্ফীতি ঠেকিয়ে রেখে ভিতরকণিকার জঙ্গল এবং সেখানে থাকা প্রাণীদের রক্ষা করতে বড় ভূমিকা নিয়েছে৷ ওড়িশার পুরনো বাসিন্দারা বলছেন, ১৯৯৯ সালে যখন ভিতরকণিকার কাছেই জগৎসিংহপুরে সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল, তখন প্রায় ১০০০ মানুষের মৃত্যু হলেও ম্যানগ্রোভের জঙ্গলের কারণেই ভিতরকণিকা জাতীয় উদ্যানে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছিল৷ ওড়িশার মুখ্য বনপাল সুশান্ত নন্দও স্বীকার করেছেন, ম্যানগ্রোভের জঙ্গলের দুটি স্তরই ভিতরকণিকার জঙ্গলে ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে নিয়েছে৷ যে কারণে জাতীয় উদ্যানের ওই অংশে থাকা কুমির সহ অন্যান্য প্রাণীদেরও কোনও ক্ষতি হয়নি৷