আবাহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, ওড়িশার ভিতর কণিকা জাতীয় উদ্যানের কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা৷ ভিতর কণিকার জঙ্গলের প্রাণীদের কী হবে, তা নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছিল পরিবেশপ্রেমীদের মনে৷

Cyclone Dana at Bhitarkanika: ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর দানা! ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও কীভাবে রক্ষা পায় ভিতরকণিকা?

আবাহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, ওড়িশার ভিতর কণিকা জাতীয় উদ্যানের কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা৷ ভিতর কণিকার জঙ্গলের প্রাণীদের কী হবে, তা নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছিল পরিবেশপ্রেমীদের মনে৷
আবাহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, ওড়িশার ভিতর কণিকা জাতীয় উদ্যানের কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা৷ ভিতর কণিকার জঙ্গলের প্রাণীদের কী হবে, তা নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছিল পরিবেশপ্রেমীদের মনে৷ তথ্য- কমলিকা সেনগুপ্ত
যদিও দানা আছড়ে পড়ার পরেও ভিতরকণিকা জাতীয় উদ্যোনের বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ কিন্তু কীভাবে দানার রোষ থেকে বাঁচল ভিতরকণিকা?
যদিও দানা আছড়ে পড়ার পরেও ভিতরকণিকা জাতীয় উদ্যোনের বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ কিন্তু কীভাবে দানার রোষ থেকে বাঁচল ভিতরকণিকা?
আবহবিদরা জানাচ্ছেন, দুটি বিপরীত ঘূর্ণিঝড়ের প্রভাবে দানার তীব্রতা কিছুটা কম ছিল৷ তার উপর ভিতরকণিকার ম্যানগ্রোভের জঙ্গলও দানার ধাক্কা মূলত সামলে নিয়েছিল৷
আবহবিদরা জানাচ্ছেন, দুটি বিপরীত ঘূর্ণিঝড়ের প্রভাবে দানার তীব্রতা কিছুটা কম ছিল৷ তার উপর ভিতরকণিকার ম্যানগ্রোভের জঙ্গলও দানার ধাক্কা মূলত সামলে নিয়েছিল৷
ওড়িশার অন্যতম অভিজ্ঞ পরিবেশবিদ জয়কৃষ্ণ পানিগ্রাহি জানিয়েছেন, ম্যানগ্রোভের জঙ্গের গাছের শেকড়গুলিই দানা প্রভাবে হওয়া জলস্ফীতি ঠেকিয়ে রেখে ভিতরকণিকার জঙ্গল এবং সেখানে থাকা প্রাণীদের রক্ষা করতে বড় ভূমিকা নিয়েছে৷
ওড়িশার অন্যতম অভিজ্ঞ পরিবেশবিদ জয়কৃষ্ণ পানিগ্রাহি জানিয়েছেন, ম্যানগ্রোভের জঙ্গের গাছের শেকড়গুলিই দানা প্রভাবে হওয়া জলস্ফীতি ঠেকিয়ে রেখে ভিতরকণিকার জঙ্গল এবং সেখানে থাকা প্রাণীদের রক্ষা করতে বড় ভূমিকা নিয়েছে৷
ওড়িশার পুরনো বাসিন্দারা বলছেন, ১৯৯৯ সালে যখন ভিতরকণিকার কাছেই জগৎসিংহপুরে সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল, তখন প্রায় ১০০০ মানুষের মৃত্যু হলেও ম্যানগ্রোভের জঙ্গলের কারণেই ভিতরকণিকা জাতীয় উদ্যানে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছিল৷
ওড়িশার পুরনো বাসিন্দারা বলছেন, ১৯৯৯ সালে যখন ভিতরকণিকার কাছেই জগৎসিংহপুরে সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল, তখন প্রায় ১০০০ মানুষের মৃত্যু হলেও ম্যানগ্রোভের জঙ্গলের কারণেই ভিতরকণিকা জাতীয় উদ্যানে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছিল৷
ওড়িশার মুখ্য বনপাল সুশান্ত নন্দও স্বীকার করেছেন, ম্যানগ্রোভের জঙ্গলের দুটি স্তরই ভিতরকণিকার জঙ্গলে ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে নিয়েছে৷ যে কারণে জাতীয় উদ্যানের ওই অংশে থাকা কুমির সহ অন্যান্য প্রাণীদেরও কোনও ক্ষতি হয়নি৷
ওড়িশার মুখ্য বনপাল সুশান্ত নন্দও স্বীকার করেছেন, ম্যানগ্রোভের জঙ্গলের দুটি স্তরই ভিতরকণিকার জঙ্গলে ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে নিয়েছে৷ যে কারণে জাতীয় উদ্যানের ওই অংশে থাকা কুমির সহ অন্যান্য প্রাণীদেরও কোনও ক্ষতি হয়নি৷