প্রতীকী ছবি, পিটিআই৷

Manipur terror attack: ভোট মিটতেই অশান্ত মণিপুর! সিআরপিএফ শিবিরে জঙ্গিদের বেপরোয়া গুলি, মৃত ২ জওয়ান

ইম্ফল: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পরদিনই ফের অশান্ত মণিপুর৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপরে কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ এ দিন ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে এই ঘটনা ঘটে৷ হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷

জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর থেকে সিআরপিএফ জওয়ানদের পোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টাা জবাব দিতে থাকে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও৷ তখনই আগে থেকেই জওয়ানদের পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এতেই গুরুতর আহত হন আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷ দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও মৃত্যু হয় দুই আহত জওয়ানের৷ আরও দু জন জওয়ান চিকিৎসাধীন রয়েছেন৷

আরও পড়ুন: বাইপাসের জ্যাম এড়িয়ে মেট্রোয় গড়িয়া থেকে বেলেঘাটা! আজ থেকেই ট্রায়াল রান

সূত্রের খবর, গত বছর শুরু হওয়া মণিপুর হিংসার বর্ষপূর্তি আর ঠিক ছ দিন পরে৷ তার আগে কুকি জঙ্গিদের এই হামলা যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷ পুলিশ মনে করছে, আগামী কয়েকদিনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই ধরনের হামলা আরও বাড়তে পারে৷

জানা গিয়েছে, মৃত দুই সিআরপিএফ জওয়ান হলেন সাব ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি৷ আহত দু জনের নাম ইন্সপেক্টর যাদব দাস এবং কনস্টেবল আফতাব দাস৷

নির্বাচনের ডিউটির পর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের একটি ক্যাম্পে সিআরপিএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছিল৷ গতকাল ওই শিবির লক্ষ্য করেই রাত সাড়ে ১২টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা৷ রাত প্রায় ২.১৫ পর্যন্ত গুলি বর্ষণ করতে থাকে তারা৷ প্রাথমিক ধাক্কা সামলে জবাব দিতে থাকে জওয়ানরাও৷ তখনই সেনা ছাউনি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ তার মধ্যে একটি বোমা সেনা শিবির চত্বরেই ফাটে৷