রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের। (Photo Courtesy- AP)

Paris Olympics 2024: অলিম্পিক্সে পদকের হাতছানি! মেয়েদের এয়ার পিস্তল বিভাগের ফাইনালে মনু ভাকের

প্যারিস: অলিম্পিক্সে শুরুতেই পদক জয়ের হাতছানি ভারতের সামনে, সৌজন্যে মনু ভাকের। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন ভারতীয় শুটার।

শনিবার যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করলেন মনু। গোটা সিরিজ জুড়ে তাঁর স্কোর ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬, ৯৬। যোগ্যতা অর্জন পর্বে ৫৮০ স্কোর করেন ভাকের। ২৭ বার বুলস আই মারেন ভারতের মহিলা শুটার। প্রথম স্থানে শেষ করেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর, তাঁর স্কোর ৫৮২।

আরও পড়ুন: ‘শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃত ভাবে অপমান!’ কলকাতায় ফিরেও অনড় মমতা

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের ভাকের ছাড়াও ছিলেন রিদম সঙ্গওয়ান। তিনি ৫৭৩ স্কোর করেছেন। কিন্তু প্রথম আট জনের মধ্যে শেষ করতে পারেননি। তাই ফাইনালে উঠতে পারলেন না রিদম। ফাইনালে ওঠা ৮ জন প্রতিযোগীর মধ্যে ৪ জনই চিনের। যোগ্যতা অর্জন পর্বে ৩ নম্বরে শেষ করেছেন মনু, ফাইনালে এই ছন্দ ধরে রাখতে পারলেই পুরস্কার।
আরও পড়ুন: বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা! দিল্লি যাওয়ার পথে বিস্ফোরক মমতা

মনু ভাকেরকে নিয়ে স্বপ্ন ছিলই। গত বছর টোকিও অলিম্পিক্সে ৭ নম্বরে শেষ করেছিলেন মনু। রবিবার ফাইনালে ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টেয় পদকের লড়াইয়ে নামবেন মনু। গত বছর ২৫ মিটার বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন মনু, তাই তাঁর হাত ধরে পদক জয়ের আশা করছে দেশবাসী।