মনু ভাকের এবং সরবজোৎ সিং।

Olympics 2024: অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনু ভাকেরের! সরবজোতের সঙ্গে এয়ার পিস্তলে এল পুরস্কার

প্যারিস: অলিম্পিক্সে আবার পদক জিতল ভারত। মনু ভাকেরের হাত ধরে আবার বিশ্ব মঞ্চে সফল ভারত। শুটিংয়ে সরবজোতের হাত ধরে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতল ভারত।

এর আগে চলতি অলিম্পিক্সেই ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। আবার সেই মনু ভাকেরের হাত ধরেই এল পদক। এবার মনুর সঙ্গী হলেন সরবজোৎ সিং। অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন সরবজোত এবং মনু।

আরও পড়ুন: দোকানে মদের দাম বেশি নিচ্ছে? হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা, বাতিল হতে পারে লাইসেন্স

ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারত হারাল দক্ষিণ কোরিয়াকে। দক্ষিণ কোরিয়ার হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন জিন ইয়ে ও এবং ওনহো লি। এই ম্যাচে ভারত স্কোর করে ১৬ পয়েন্ট, কোরিয়া স্কোর করেছে ১০ পয়েন্ট। এর আগে অলিম্পিক্সের কোয়ালিফাইং রাউন্ডে অল্পের জন্য তিন নম্বরে শেষ করেন মনু ভাকের এবং সরবজোৎ। তবে ব্রোঞ্জ পদকজয়ী ম্যাচে দেশকে পুরস্কার তুলে দিলেন মনু ভাকের এবং সরবজোৎ।

আরও পড়ুন: হাওড়া-মুম্বই মেলে মৃত বেড়ে ৩, দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে একাধিক পদক্ষপ, দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ

এর আগে টোকিও অলিম্পিক্সে আশা জাগিয়েও পিস্তলের যান্ত্রিক ত্রুটির জন্য তেমন কিছু করতে পারেননি মনু। অলিম্পিক্সে এখনও মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্ট বাকি আছে। সেখানেও লড়বেন মনু, দেখা যাক সেখানে পদকের সংখ্যা বাড়াতে পারেন কি না।

মনু এবং সরবজিতের ব্রোঞ্জ জয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আইওসির সদস্য এবং রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি। তিনি বলেন, “আমাদের অ্যাথলিটরা আবার ইতিহাস গড়লেন। অলিম্পিকের মিক্সড-টিম ইভেন্টে প্রথম বারের মতো পদক জিতলেন। মনু ভাকের এবং সরবজিৎ সিংকে মিক্সড ১০মি এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতার জন্য শুভেচ্ছা। প্রথম ভারতীয় হিসাবে একটি অলিম্পিকে দুটো পদক জেতার জন্য মনুকে বিশেষ অভিনন্দন। সারা দেশ এখন উৎসাহের সঙ্গে তাকিয়ে রয়েছে মনুর হ্যাট-ট্রিকের জন্য। আগামী ইভেন্টের জন্য আমাদের অ্যাথলিটদের অনেক শুভ কামনা। এগিয়ে যাও ভারত, এগিয়ে যাও!