বিস্তীর্ণ এলাকা প্লাবিত গুজরাতের। ছবি- এএনআই

Gujrat flood like situation: প্রবল বর্ষণে বিপর্যস্ত গুজরাত, মৃত ৩, প্লাবিত বিস্তীর্ণ এলাকা, এখনই কাটছে না দুর্যোগ

গান্ধিনগর: সোমবার থেকে প্রবল বৃষ্টিপাতে গুজরাতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টিতে নিখোঁজ সাতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। গুজরাতের নিচু এলাকা থেকে কয়েকশ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক সেই মতই গুজরাতের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়ে যায় সোমবার থেকেই। এই বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল সমস্ত জেলা শাসকদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং করেছেন। শুধু জেলাশাসকই নয় সেখানে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।
আহমেদাবাদের বেশ কিছু অঞ্চল এবং রাজধানী শহর গান্ধিনগরের বেশ কিছু এলাকা জলের তলায়। এছাড়াও কুচ এবং নাখত্রানা-লাখপাত জাতীয় সড়কও জলের তলায় চলে যায়।

ইতিমধ্যেই, গুজরাতের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাপি, নাভসারি,সুরাত, নর্মদা-সহ নিচু এলাকার মানুষদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: গতবছর উদ্বোধন হয়েছিল,মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩৫ ফুটের শিবাজীর মূর্তি
ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে সোমবার, নর্মদা, রাজকোট,তাপি-সহ বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে এখনও পর্যন্ত ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে।