PPF, Sukanya Samriddhi অ্যাকাউন্ট আছে ? ১ অক্টোবর থেকে লাগু হবে নতুন নিয়ম, জেনে নিন

পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় স্কিমের নিয়ম বদল করছে কেন্দ্রীয় সরকার। অনিয়মিতভাবে খোলা অ্যাকাউন্টগুলিকে নিয়মিত করার জন্যই নিয়ম বদল করা হচ্ছে বলে জানা গিয়েছে। ১ অক্টোবর থেকে লাগু হবে এই নতুন নিয়ম।
পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় স্কিমের নিয়ম বদল করছে কেন্দ্রীয় সরকার। অনিয়মিতভাবে খোলা অ্যাকাউন্টগুলিকে নিয়মিত করার জন্যই নিয়ম বদল করা হচ্ছে বলে জানা গিয়েছে। ১ অক্টোবর থেকে লাগু হবে এই নতুন নিয়ম।
অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষুদ্র সঞ্চয় স্কিমের আওতায় ৬টি বিভাগ চিহ্নিত করা হয়েছে। এই ৬টি বিভাগ এবং সেই সংক্রান্ত নির্দেশিকাগুলি দেখে নেওয়া যাক।
অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষুদ্র সঞ্চয় স্কিমের আওতায় ৬টি বিভাগ চিহ্নিত করা হয়েছে। এই ৬টি বিভাগ এবং সেই সংক্রান্ত নির্দেশিকাগুলি দেখে নেওয়া যাক।
এনএসএস ৮৭ অ্যাকাউন্ট: ১৯৯০ সালের ২ এপ্রিলের আগে অ্যাকাউন্ট খোলা হলে - বর্তমানে চালু স্কিমের হার প্রথম অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। দ্বিতীয় অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারের সুদ পাওয়া যাবে।
এনএসএস ৮৭ অ্যাকাউন্ট: ১৯৯০ সালের ২ এপ্রিলের আগে অ্যাকাউন্ট খোলা হলে – বর্তমানে চালু স্কিমের হার প্রথম অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। দ্বিতীয় অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারের সুদ পাওয়া যাবে।
১৯৯০ সালের ২ এপ্রিলের পরে অ্যাকাউন্ট খোলা হলে - বিদ্যমান স্কিমের হার প্রথম অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। বিদ্যমান POSA হার দ্বিতীয় অ্যাকাউন্টে প্রযোজ্য হবে।
১৯৯০ সালের ২ এপ্রিলের পরে অ্যাকাউন্ট খোলা হলে – বিদ্যমান স্কিমের হার প্রথম অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। বিদ্যমান POSA হার দ্বিতীয় অ্যাকাউন্টে প্রযোজ্য হবে।
২টির বেশি অ্যাকাউন্ট থাকলে - তৃতীয় এবং অতিরিক্ত অ্যাকাউন্টে কোনও সুদ পাওয়া যাবে না। মূল অর্থ ফের দেওয়া হবে।
২টির বেশি অ্যাকাউন্ট থাকলে – তৃতীয় এবং অতিরিক্ত অ্যাকাউন্টে কোনও সুদ পাওয়া যাবে না। মূল অর্থ ফের দেওয়া হবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট: নাবালকের নামে খোলা অ্যাকাউন্ট – নাবালকের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত POSA সুদ পাওয়া যাবে। এর পরে পিপিএফের সুদের হারই মিলবে। নাবালকের ১৮ তম জন্মদিন থেকে ম্যাচিউরিটি গণনা করা হবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট: নাবালকের নামে খোলা অ্যাকাউন্ট – নাবালকের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত POSA সুদ পাওয়া যাবে। এর পরে পিপিএফের সুদের হারই মিলবে। নাবালকের ১৮ তম জন্মদিন থেকে ম্যাচিউরিটি গণনা করা হবে।
একাধিক পিপিএফ অ্যাকাউন্ট - জমা টাকার পরিমাণ বার্ষিক সীমার মধ্যে থাকলে প্রাথমিক অ্যাকাউন্টে স্কিমের জন্য কার্যকর হার প্রযোজ্য হবে। যে কোনও সেকেন্ডারি অ্যাকাউন্টের ব্যালেন্স প্রাথমিক অ্যাকাউন্টে যোগ করা হবে। অতিরিক্ত পরিমাণ ০ শতাংশ সুদের সঙ্গে ফেরত দেওয়া হবে।
একাধিক পিপিএফ অ্যাকাউন্ট – জমা টাকার পরিমাণ বার্ষিক সীমার মধ্যে থাকলে প্রাথমিক অ্যাকাউন্টে স্কিমের জন্য কার্যকর হার প্রযোজ্য হবে। যে কোনও সেকেন্ডারি অ্যাকাউন্টের ব্যালেন্স প্রাথমিক অ্যাকাউন্টে যোগ করা হবে। অতিরিক্ত পরিমাণ ০ শতাংশ সুদের সঙ্গে ফেরত দেওয়া হবে।
এনআরআই-দের পিপিএফ অ্যাকাউন্ট – যে সব এনআরআইদের পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে তাঁদের আবাসিক বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। তাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত POSA সুদ পাবেন। তারপর থেকে সুদের পরিমাণ হবে ০ শতাংশ।
এনআরআই-দের পিপিএফ অ্যাকাউন্ট – যে সব এনআরআইদের পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে তাঁদের আবাসিক বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। তাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত POSA সুদ পাবেন। তারপর থেকে সুদের পরিমাণ হবে ০ শতাংশ।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট: দাদু বা ঠাকুমা অ্যাকাউন্ট খুললে অভিভাবকত্ব আইন অনুযায়ী জৈবিক মা-বাবার কাছে তা হস্তান্তর করতে হবে।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট: দাদু বা ঠাকুমা অ্যাকাউন্ট খুললে অভিভাবকত্ব আইন অনুযায়ী জৈবিক মা-বাবার কাছে তা হস্তান্তর করতে হবে।
স্কিমের নির্দেশিকা লঙ্ঘন করে দুটির বেশি অ্যাকাউন্ট খুললে অতিরিক্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।
স্কিমের নির্দেশিকা লঙ্ঘন করে দুটির বেশি অ্যাকাউন্ট খুললে অতিরিক্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।
নাবালকের নামে খোলা অ্যাকাউন্ট - অনিয়মিত অ্যাকাউন্টগুলিকে প্রচলিত POSA হারে সহজ সুদে নিয়মিত করা যেতে পারে।
নাবালকের নামে খোলা অ্যাকাউন্ট – অনিয়মিত অ্যাকাউন্টগুলিকে প্রচলিত POSA হারে সহজ সুদে নিয়মিত করা যেতে পারে।