জুলাই মাসে মাত্র এই কয়েক দিনই পড়েছে বিয়ের শুভ যোগ

Marriage Date: জুলাই মাসে মাত্র এই কয়েক দিনই পড়েছে বিয়ের শুভ যোগ; জানুন বিখ্যাত পণ্ডিতজির কাছ থেকে

হিন্দু রীতি অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে বিবাহের শুভ সময় শুরু হতে চলেছে। তবে এই শুভ যোগ থাকবে মাত্র ৬ দিন। কারণ অস্তমিত শুক্র গ্রহ আগামী ৫ জুলাই উদিত হবে। এরপরেই মাঙ্গলিক মুহূর্ত সৃষ্টি হতে চলেছে। কারণ শুক্র গ্রহকেই বিবাহের কারক বলে গণ্য করা হয়।

আরও পড়ুনঃ আর মাত্র ৪দিন! অমাবস্যায় বিরাট মুহূর্ত! ৩ রাশি মালমাল! কপালে গাড়ি-বাড়ি -টাকা

পণ্ডিত ঘনশ্যাম শর্মা জানিয়েছেন যে, আগামী ১৭ জুলাই থেকে দেবশয়নী একাদশীর কারণে শুভ কাজের জন্য শুভ মুহূর্ত থাকবে না। এর পাশাপাশি আগামী ১৭ জুলাই চতুর্মাসও শুরু হতে চলেছে। হিন্দু রীতি অনুযায়ী, দেবশয়নের পর আর বিবাহ হয় না। প্রায় চার মাস পর আগামী ১২ নভেম্বর দেবোত্থানি একাদশীর পর থেকে আবার বিবাহের শুভ সময় শুরু হয়ে যাবে। বিশেষ বিষয় হল, এই বছর ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ১৬ দিন বিবাহের শুভ সময় থাকবে।

জুলাই মাসে ৫ দিন বিবাহযোগ:
পণ্ডিত ঘনশ্যাম শর্মা, জুলাই মাসে ৫ দিন বিয়ের অনুষ্ঠান হবে। কারণ মে এবং জুন মাসে বিয়ের শুভ সময় তৈরি হয়নি। তাই জুলাই মাসের পর সরাসরি নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিয়ে হবে। পণ্ডিত শর্মার মতে, আগামী নভেম্বর মাসের ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ তারিখ এবং ডিসেম্বর মাসের ২, ৪, ৫, ৬, ৭, ১১, ১২ ও ১৪ তারিখ বিবাহের জন্য শুভ হতে চলেছে। জুলাই মাসে বিবাহের শেষ শুভ মুহূর্ত থাকবে ১৫ তারিখে।

গুপ্ত নবরাত্রি কত দিন চলবে:
আগামী ১৭ জুলাই দেবশয়নী একাদশী থেকে চতুর্মাস শুরু হবে। যা আগামী ১২ নভেম্বর দেবোত্থানি একাদশীর দিন শেষ হবে। আগামী ৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত গুপ্ত নবরাত্রির অনুষ্ঠান হবে। এতে দুর্গাপাঠ, মৃত্যুঞ্জয় জপ, হনুমান আরাধনা, বগলামুখী পূজা ইত্যাদি উদযাপন করা হবে।

এই কারণেই জুন মাসটি বিবাহের জন্য শুভ নয়:
হিন্দুশাস্ত্র অনুযায়ী, যে তিথির সঙ্গে সূর্যোদয়ের কোনও সম্পর্ক নেই, তাকে ক্ষয় তিথি বলা হয়। যখন এক পক্ষের অধীনে দুটি তারিখ একসঙ্গে সূর্যোদয়ের সঙ্গে সম্পর্কিত থাকে না, তখন বিশ্বধস্ত্র পক্ষ গঠিত হয়। এটি অশুভ ফল দেয় বলে মনে করা হয়। সেই কারণে চলতি বছরের জুন মাসে বিবাহের জন্য কোনও শুভ মুহূর্ত নেই।