রাস্তার বেহাল দশা

Bad Road Condition: শহরের ব্যস্ততম রাস্তার বেহাল দশা, প্রাণ হাতে নিয়ে যাতায়াত

কোচবিহার: জেলা সদর শহরের একেবারে বুক চিরে চলে যাওয়া একটি ব্যস্ততম রাস্তার বেহাল দশা। জল-কাদা জমে রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠেছে সেই রাস্তা। হলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে এই রাস্তা সংস্কারে কোন‌ও প্রকার উদ্যোগ গ্রহণ না করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। বর্তমানে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটাটা প্রায় রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখন‌ও বাইক উল্টে যাচ্ছে তো আবার কখনও টোটো উল্টে যাচ্ছে। জল-কাদা জমে থাকার ফলে রাস্তার গর্ত বোঝা যাচ্ছে না সঠিকভাবে। ফলে গর্তে চাকা পড়ে দুর্ঘটনা ঘটছে।

আর‌ও পড়ুন: টানা বৃষ্টিতে পাহাড়ি নদীর বাঁধ ভেঙে ভাসছে ডুয়ার্স

কোচবিহার শহরের ব্যস্ততম রাস্তার এই বেহাল অবস্থায় ক্ষুব্ধ সকলে। পাপাই বর্মন নামে এক নিত্যযাত্রী জানান, নিত্যদিন ভোগান্তি মাথায় নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ায় এটি এড়িয়ে যাওয়ারও উপায় নেই। কেন এতদিনেও রাস্তাটির সংস্কার করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এছাড়া বাইক আরোহী নিলয় দেবনাথ জানান, এই রাস্তা দিয়ে বাইক চালানোর সময় রীতিমত ভয়ে থাকতে হয়। যেকোনও মুহূর্তে বাইকের চাকা রাস্তার গর্তে ঢুকে যেতে পারে। এদিকে রাস্তার সংস্কার প্রসঙ্গে স্থানীয় পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে তহবিল অর্থ নেই। অর্থের সংস্থান হলেই সংস্কারের কাজ করা হবে!

সার্থক পণ্ডিত