কলকাতা: আজকাল সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ টু-হুইলার এবং ফোর-হুইলার বিকোচ্ছে। আর টু-হুইলার আর ফোর-হুইলার গাড়ির সেফটি ফিচার্সের অন্যতম প্রধান অঙ্গ হল ব্রেকিং সিস্টেম। কারণ গাড়িতে নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি।
যদিও সারা দেশে একাধিক মডেল রয়েছে, যেগুলির চাহিদা তুঙ্গে। কিন্তু সেগুলি অবশ্য নিরাপত্তার নিরিখে বেশ দুর্বলই বটে।
এর মধ্যে রয়েছে বেশিরভাগ Maruti মডেলই। যা বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। অথচ ক্র্যাশ টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে পারছে না। এবার ৪টি এমন গাড়ির কথা জেনে নেওয়া যাক, যেগুলি ক্র্যাশ টেস্টে খারাপ রেটিং পেয়েছে। অথচ বাজারে ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে এই গাড়িগুলি-
আরও পড়ুন- iPhone ব্যবহার করেন? স্ক্রিনে সবুজ ও কমলা রঙের ডট – এর অর্থ কী জানেন?
Maruti Ertiga:
গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে শুধুমাত্র ১-স্টার সেফটি রেটিং পেয়েছে Maruti-র জনপ্রিয় ৭-সিটার Ertiga। অ্যাডাল্ট অক্যুপ্যান্ট প্রোটেকশনের জন্য ৩৪-এর মধ্যে ২৩.৬৩ পয়েন্ট পেয়েছে Ertiga।
অথচ চাইল্ড অক্যুপ্যান্ট প্রোটেকশনের ক্ষেত্রে ৪৯-এর মধ্যে ১৯.৪০ পয়েন্ট পেয়েছে এই গাড়ি। ৭-সিটার সেগমেন্টে বেস্ট-সেলিং গাড়ি এটি। যদিও নিরাপত্তার নিরিখে এটি যথেষ্ট দুর্বল বলে প্রমাণিত হয়েছে। Ertiga-র এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৮.৬৯ লক্ষ টাকা থেকে।
Nexa Ignis:
Nexa ডিলারশিপের এন্টি লেভেল গাড়ি Ignis-ও গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে ১-স্টার সেফটি রেটিং পেয়েছে। অ্যাডাল্ট অক্যুপ্যান্ট প্রোটেকশনের জন্য ৩৪-এর মধ্যে ১৬.৪৮ পয়েন্ট পেয়েছে Nexa Ignis। অথচ চাইল্ড অক্যুপ্যান্ট প্রোটেকশনের ক্ষেত্রে ৪৯-এর মধ্যে ৩.৮৬ পয়েন্ট পেয়েছে এই গাড়ি। Nexa Ignis-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৫.৮৪ লক্ষ টাকা থেকে।
আরও পড়ুন- KEY-BOARD এ কেন ABCD পরপর থাকে না বলুন তো? ৯৯% উত্তর দিতে কালঘাম ছুটিয়েছেন
S-Preso:
Maruti-র মিনি এসইউভি S-Preso গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে ১-স্টার সেফটি রেটিং পেয়েছে। অ্যাডাল্ট অক্যুপ্যান্ট প্রোটেকশনের জন্য ৩৪-এর মধ্যে ২০.০১ পয়েন্ট পেয়েছে S-Preso। অথচ চাইল্ড অক্যুপ্যান্ট প্রোটেকশনের ক্ষেত্রে ৪৯-এর মধ্যে ৩.৫২ পয়েন্ট পেয়েছে এই গাড়ি। S-Preso-র এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৪.২৭ লক্ষ টাকা থেকে।
WagonR:
Maruti WagonR-এর জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু নিরাপত্তার নিরিখে কিন্তু এই গাড়ি ব্যর্থ। গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে ১-স্টার সেফটি রেটিং পেয়েছে এই গাড়ি।
অ্যাডাল্ট অক্যুপ্যান্ট প্রোটেকশনের জন্য ৩৪-এর মধ্যে ১৯.৬৯ পয়েন্ট পেয়েছে WagonR। অথচ চাইল্ড অক্যুপ্যান্ট প্রোটেকশনের ক্ষেত্রে ৪৯-এর মধ্যে ৩.৪০ পয়েন্ট পেয়েছে এই গাড়ি। WagonR-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৫.৫৫ লক্ষ টাকা থেকে।
তাই গাড়ি কেনার পরিকল্পনা করলে এর সেফটি রেটিংয়ের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়াই ভাল। বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ জনপ্রিয় গাড়ির সেফটি রেটিং কিন্তু খুবই খারাপ। তাই সেটা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।