US Shooting: আমেরিকায় ফের ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! এক তরুণীর মৃত্যু, এখনও অধরা আততায়ী

নিউ ইয়র্ক: আমেরিকায় ফের ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি৷ ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের রচেস্টারের ম্যাপেল উড পার্কের৷ গুলিতে একজনের মৃত্যু হয়েছে আরেক জনের অবস্থা আশঙ্কাজনক৷ আহত আরও ৫ জন৷

জানা গিয়েছে, স্থানীয় সময় বিকেল ৬টা ২০ মিনিট নাগাদ যখন পার্কে প্রতিদিনের মতো অনেক মানুষের ভিড় ছিল, তখনই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে কেউ একজন৷ সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়, মানুষ চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করে৷ ম্যানহাটন থেকে ৫৪৭ কিমি উত্তর-পশ্চিমে এই ঘটনাটি ঘটে৷

আরও পড়ুন: লক্ষ্য হোক ব্যক্তি স্তরে ‘শূন্য দারিদ্র’! বিকশিত ভারতকে সামনে রেখে সব রাজ্যকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক নরেন্দ্র মোদির

শুটিংয়ের ঘটনায় ২০ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ এক জন আশঙ্কাজনক৷ বাকি আহত ৫ জনের সামান্য ক্ষত রয়েছে৷ তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে৷

আরও পড়ুন:  দেশের নতুন ৩ ফৌজদারি আইনের সংশোধন চাইছে রাজ্য! এবার আলোচনা বিধানসভায়

পুলিশ এখনও পর্যন্ত জানায়নি শুটার একজন ছিল না অনেকজন৷ কিংবা তার অন্যান্য ডিটেলস৷ অভিযুক্ত এখনও পলাতক৷ রচেস্টার পুলিশ অবশ্য জানিয়েছে, গুলির সময় ওই পার্কে একটি পার্টি হচ্ছিল৷ খুনি সেটাকেই লক্ষ্য করেছিল কি না, তা অবশ্য জানা যায়নি৷

এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘এখনও পর্যন্ত আমরা জানি না এই গুলি কাণ্ডের পিছনে ক’জন লোক ছিল৷ আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি৷ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি৷’’