আরজি করে তুলকালাম।

R G Kar: সিসিটিভির হার্ডডিস্ক, মোবাইল ভাঙার অভিযোগ… ‘আরও জোরাল হবে’, দাবি আন্দোলনকারীদের

কলকাতা: রাত দখলের রাতেই ভাঙচুর চলল আরজি কর হাসপাতালে। প্রচুর মানুষ আরজি কর হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভিতর থেকে আন্দোলনকারীরা বহিরাগতদের ভিতরে ঢুকতে বারণ করেন। কিন্তু এই বহিরাগতদের আটকানো যায়নি। মূল গেট ভেঙে ভিতরে ঢোকেন বহিরাগতরা। ভাঙচুর চালানো হয় সেই এমার্জেন্সি বিল্ডিংয়েই। হাসপাতালের ভেতরে থাকা পুলিশের ঘরে চলে ভাঙচুর। অভিযোগ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেখানে সংগ্রহ করা হয় সেখানে কার্যত লন্ডভন্ড পরিস্থিতি। আরও অভিযোগ, পরিকল্পিতভাবে ভাঙা হয় সিসিটিভির হার্ডডিক্স, যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য পুলিশের ঘরে থাকা প্রত্যেকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।

আরজিকর অবস্থান মঞ্চের আন্দোলনকারী ছাত্র প্রীতম সরকার বলেন “আন্দোলন যেরকম চলছিল সেভাবেই চলবে সেই দাবিতেই চলবে বরং আরো জোরাল হবে।চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতো রয়েছেই। পাশাপাশি এমারজেন্সির সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করল তাদেরও চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন: রাত দখলের রাতে আরজি করে হামলা! জোর করে ভিতরে ঢুকে হাসপাতালে ভাঙচুর বহিরাগতদের

আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, তাই প্রতিবাদের ঝাঁঝও বেশি ছিল আরজি করের সামনে। প্রচুর মানুষ আরজি করের সামনে থেকে মশাল নিয়ে মিছিল করার জন্য জড়ো হন, শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিল। প্রচুর মানুষ জড়ো হওয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় আরজি করের সামনে। মূল গেট ভেঙে ভিতরে ঢোকেন বহিরাগতরা।