অসহনীয় গ্রীষ্ম যেন এ বছর কলকাতা তথা রাজ্যবাসীর সহনমাত্রার পরীক্ষা নিচ্ছে৷ বৃহস্পতিবার ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার চৌকাঠ পার হল ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি৷ দোসর তাপপ্রবাহ৷

Kolkata Heatwave: ৪১.৬ ডিগ্রি সেঃ! ১৯৮০-র পর ফের এপ্রিলে এত গরম কলকাতায়! কত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে, জানুন

অসহনীয় গ্রীষ্ম যেন এ বছর কলকাতা তথা রাজ্যবাসীর সহনমাত্রার পরীক্ষা নিচ্ছে৷ বৃহস্পতিবার ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার চৌকাঠ পার হল ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি৷ দোসর তাপপ্রবাহ৷
অসহনীয় গ্রীষ্ম যেন এ বছর কলকাতা তথা রাজ্যবাসীর সহনমাত্রার পরীক্ষা নিচ্ছে৷ বৃহস্পতিবার ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার চৌকাঠ পার হল ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি৷ দোসর তাপপ্রবাহ৷

 

আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ প্রায় রোজই ৪০-এর গণ্ডি পেরনো গরম কলকাতায় বিরল৷ গত অর্ধ শতকে কলকাতায় এপ্রিল মাসে অসহনীয় গরমের ইনিংস এত দীর্ঘ হয়নি৷
আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ প্রায় রোজই ৪০-এর গণ্ডি পেরনো গরম কলকাতায় বিরল৷ গত অর্ধ শতকে কলকাতায় এপ্রিল মাসে অসহনীয় গরমের ইনিংস এত দীর্ঘ হয়নি৷

 

এর আগে ১৯৮০ সালে এপ্রিলের এক দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। তার পর প্রায় সাড়ে চার দশক পর সেই দহনজ্বালার কাছে পৌঁছল কলকাতার তপ্ত এপ্রিল-দুপুর৷
এর আগে ১৯৮০ সালে এপ্রিলের এক দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। তার পর প্রায় সাড়ে চার দশক পর সেই দহনজ্বালার কাছে পৌঁছল কলকাতার তপ্ত এপ্রিল-দুপুর৷

 

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের ৭ টি জায়গায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি৷ সেগুলি হল ব্যারাকপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, ক্যানিং, বাঁকুড়া, ডায়মন্ডহারবার ও মেদিনীপুর৷
আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের ৭ টি জায়গায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি৷ সেগুলি হল ব্যারাকপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, ক্যানিং, বাঁকুড়া, ডায়মন্ডহারবার ও মেদিনীপুর৷

 

দমদম, উলুবেড়িয়া, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, সল্টলেক, পুরুলিয়া, হলদিয়া, আসানসোল, বসিরহাট, বালুরঘাট এবং মালদহে সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷
দমদম, উলুবেড়িয়া, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, সল্টলেক, পুরুলিয়া, হলদিয়া, আসানসোল, বসিরহাট, বালুরঘাট এবং মালদহে সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷

 

বৃহস্পতিবার রাজ্যে উষ্ণতম স্থান ছিল মেদিনীপুরের কলাইকুণ্ডা৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ এর পর পানাগড় এবং সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৩.২ এবং ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷ কলাইকুণ্ডা ছাড়াও এদিন তীব্র তাপপ্রবাহ হয়েছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া এবং পানাগড়ে৷
বৃহস্পতিবার রাজ্যে উষ্ণতম স্থান ছিল মেদিনীপুরের কলাইকুণ্ডা৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ এর পর পানাগড় এবং সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৩.২ এবং ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷ কলাইকুণ্ডা ছাড়াও এদিন তীব্র তাপপ্রবাহ হয়েছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া এবং পানাগড়ে৷

 

এদিন তাপপ্রবাহ হয়েছে ১৩ টি এলাকায়৷ সেগুলি হল কলকাতা, মালদহ, বালুরঘাট, মেদিনীপুর, কৃষ্ণনগর, সল্টলেক, ক্যানিং, মগরা, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রামে৷
এদিন তাপপ্রবাহ হয়েছে ১৩ টি এলাকায়৷ সেগুলি হল কলকাতা, মালদহ, বালুরঘাট, মেদিনীপুর, কৃষ্ণনগর, সল্টলেক, ক্যানিং, মগরা, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রামে৷

 

কলকাতা তথা রাজ্যবাসীর দহনজ্বালা দীর্ঘতর হতে চলেছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
কলকাতা তথা রাজ্যবাসীর দহনজ্বালা দীর্ঘতর হতে চলেছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

 

 আবহবিদরা জানিয়েছেন শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণেই বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
আবহবিদরা জানিয়েছেন শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণেই বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।