পেইন কিলার থেকে জ্বরের ওষুধের দাম বাড়ল, ফলে এক ফের একটা চাপ পড়তে চলেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে৷ শুধু এই ওষুধগুলিই নয় আরও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় ওষুধও  এই দামবৃদ্ধির ক্যাটাগরিতে রয়েছে৷

Osudher Daam: পেইনকিলার থেকে সুগার, অ্যান্টিবায়োটিক থেকে প্রেসারের ওষুধ দাম বাড়ল কোন কোন ওষুধের

পেইন কিলার থেকে জ্বরের ওষুধের দাম বাড়ল, ফলে এক ফের একটা চাপ পড়তে চলেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে৷ শুধু এই ওষুধগুলিই নয় আরও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় ওষুধও  এই দামবৃদ্ধির ক্যাটাগরিতে রয়েছে৷
পেইন কিলার থেকে জ্বরের ওষুধের দাম বাড়ল, ফলে এক ফের একটা চাপ পড়তে চলেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে৷ শুধু এই ওষুধগুলিই নয় আরও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় ওষুধও  এই দামবৃদ্ধির ক্যাটাগরিতে রয়েছে৷
ন্যাশনাল ফার্মাসিউপেটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) আগেই জানিয়েছিল, ১ এপ্রিল থেকে প্রয়োজনীয় ওষুধের দাম কিছুটা বাড়বে। এতে অ্যান্টিবায়োটিক, পেইনকিলার এবং ৮০০ ওষুধের দাম বাড়বে৷ আর সেটাই আজ থেকে বেড়ে গেল৷
ন্যাশনাল ফার্মাসিউপেটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) আগেই জানিয়েছিল, ১ এপ্রিল থেকে প্রয়োজনীয় ওষুধের দাম কিছুটা বাড়বে। এতে অ্যান্টিবায়োটিক, পেইনকিলার এবং ৮০০ ওষুধের দাম বাড়বে৷ আর সেটাই আজ থেকে বেড়ে গেল৷
এনপিপিএ ঘোষণা করেছিল যে পাইকারি মূল্য সূচকের (ডব্লিউপিআই) বার্ষিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকা (এনএলইএম) এর অধীনে ওষুধের জন্য পরিবর্তনের পরিমাণ হবে ০.০০৫৫ শতাংশ বাড়তে চলেছে৷
এনপিপিএ ঘোষণা করেছিল যে পাইকারি মূল্য সূচকের (ডব্লিউপিআই) বার্ষিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকা (এনএলইএম) এর অধীনে ওষুধের জন্য পরিবর্তনের পরিমাণ হবে ০.০০৫৫ শতাংশ বাড়তে চলেছে৷
২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মোতাবেক ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, পেইনকিলার ব্যাথা ও যন্ত্রণানাশক ওষুধ, ভিটামিন, ব্লাডপ্রেসার-সুগার-কোলেস্টেরল এবং জ্বর-সর্দি-কাশির ওষুধের দাম বাড়ল৷
২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মোতাবেক ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, পেইনকিলার ব্যাথা ও যন্ত্রণানাশক ওষুধ, ভিটামিন, ব্লাডপ্রেসার-সুগার-কোলেস্টেরল এবং জ্বর-সর্দি-কাশির ওষুধের দাম বাড়ল৷
ভোটের মুখে দাম বাড়ল  অ্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০ ওষুধের। ডায়াবেটিস ও প্রেশারের ওষুধে প্রায় প্রতিটা পরিবারেই লাগে৷  দাম বাড়ল।  আজ থেকেই ওষুধের বর্ধিত মূল্য কার্যকরী করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। গত বছর ১২% হারে দাম বেড়েছিল ওষুধের।
ভোটের মুখে দাম বাড়ল  অ্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০ ওষুধের। ডায়াবেটিস ও প্রেশারের ওষুধে প্রায় প্রতিটা পরিবারেই লাগে৷  দাম বাড়ল।  আজ থেকেই ওষুধের বর্ধিত মূল্য কার্যকরী করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। গত বছর ১২% হারে দাম বেড়েছিল ওষুধের।
ভারতীয় ওষুধের বাজার ২০২৩ সালের ক্যালেন্ডারে ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল৷ মূল্য ২০২৩ সালে একটি প্রধান বৃদ্ধির কারণ ছিল কারণ ভলিউমগুলি ০.৯ শতাংশে সামান্য হ্রাস পেয়েছিল৷ এইচডিএফসি সিকিউরিটিজের একটি সাম্প্রতিক সেক্টরাল আপডেট অনুসারে, ১২ শতাংশের NPPA মূল্য বৃদ্ধির মূল্যের সুবিধাগুলি তালিকাভুক্ত ভারতীয় কোম্পানিগুলির 9M’24 পারফরম্যান্সে দেখা গেছে৷
ভারতীয় ওষুধের বাজার ২০২৩ সালের ক্যালেন্ডারে ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল৷ মূল্য ২০২৩ সালে একটি প্রধান বৃদ্ধির কারণ ছিল কারণ ভলিউমগুলি ০.৯ শতাংশে সামান্য হ্রাস পেয়েছিল৷ এইচডিএফসি সিকিউরিটিজের একটি সাম্প্রতিক সেক্টরাল আপডেট অনুসারে, ১২ শতাংশের NPPA মূল্য বৃদ্ধির মূল্যের সুবিধাগুলি তালিকাভুক্ত ভারতীয় কোম্পানিগুলির 9M’24 পারফরম্যান্সে দেখা গেছে৷