Viral: ৬ বছর ধরে স্কুলে যাননি শিক্ষিকা… প্রতি মাসেই ঢুকছিল বেতন! আসল ঘটনা সামনে আসতেই…

স্কুলে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল তুমুল ফাঁকিবাজি। এবার এমনই এক শিক্ষককে সাসপেন্ড করেলেন মিরাটের বেসিক এডুকেশন অফিসার আশা চৌধুরী।

ঘটনাটি মিরাটের পরীক্ষিতগড়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের। এই স্কুলের একজন শিক্ষক, নিয়োগের পর থেকেই চাকরিতে আসা বন্ধ করে দেন। ২৯২০ দিনের মধ্যে মাত্র ৭৫৯ দিন স্কুলে আসেন। বাকি দিনগুলোতে তিনি অনুপস্থিতই ছিলেন। কিন্তু এর পরেও শিক্ষকের অ্যাকাউন্টে বেতন জমা হচ্ছিল। তাঁকে রেজিস্টারে উপস্থিত দেখাচ্ছিল।

সূত্রের খবর, অনেক দিন স্কুলে আসেননি শিক্ষিকা সুজাতা যাদব। তাঁর অনুপস্থিতির কারণে শিশুদের লেখাপড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বারবার ছুটির আবেদন মঞ্জুর হলে বিষয়টি নজরে আসে। রেজিস্টার খতিয়ে দেখা যায়, বিদ্যালয়ে না আসা সত্ত্বেও তিনি নিখুঁত উপস্থিতি বজায় রেখেছেন। এরপর তদন্ত কমিটি বসলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন- নাবালিকার ধর্ষণ-খুনে থমথমে জয়নগর, ঘেরা হল পুলিশ ক্যাম্প, ময়নতদন্ত হবে রবিবারই!

সুজাতা স্কুলে না এলেও প্রধান শিক্ষক তাঁকে উপস্থিত দেখিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় ত্রিস্তরীয় তদন্ত কমিটি গঠন করা হয়।  জানা গিয়েছে, প্রধান শিক্ষক সব জানলেও তিনি তথ্য গোপন করেছেন। এমন পরিস্থিতিতে শিক্ষক ও প্রধান শিক্ষক দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।