শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল প্রতীকী ছবি

Bypoll Election: বিজেপি থেকে ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান জন বারলার বোন মেরিনার

আলিপুরদুয়ার: পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে নাগরাকাটা এলাকায়। বিজেপি থেকে ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বোন মেরিনা কুজুর, যিনি আগে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য ছিলেন। রবিবার নাগরাকাটায় বিজয়া সম্মিলনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেরিনার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা।
মেরিনা কুজুরের তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, জন বারলার প্রভাবেই মেরিনা তৃণমূলে নাম লেখান, যদিও মেরিনা নিজে এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই সিদ্ধান্ত একান্তই তাঁর নিজস্ব এবং তাঁর দাদার সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি। মেরিনা বলেন, “বিজেপিতে আমি কোনও সহযোগিতা পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি এবং সেজন্যই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”