কাগজের তৈরি পরিবেশবান্ধব কলম 

National Pen Day: কলম ফেলে দিলেই জন্মাচ্ছে চারাগাছ! জাতীয় কলম দিবসে পরিবেশ সচেতনতার বার্তা 

মালদহ: যখন যেখানে পৌঁছান কলম কেনেন। এক রকমের কলম নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন প্রকারের কলম তিনি কেনেন। শুধু দেশীয় নয়, বিদেশি কলমও তিনি সংগ্রহ করে চলেছেন বিগত কয়েক বছর ধরে। ভারতবর্ষের প্রায় সমস্ত রকম কলম তাঁর সংগ্রহশালায় রয়েছে। সমস্ত কলমকে পেছনে ফেলে পেশায় গ্রন্থাগারিক সুবীর কুমার সাহার সংগ্রহশালায় আকর্ষণীয় কলম হচ্ছে পরিবেশবান্ধব।

কলমও যে পরিবেশবান্ধব হয়,তা তাঁর সংগ্রহশালায় রয়েছে। এমনকি জাতীয় বল কলম দিবসে তিনি সমাজে বার্তা দিচ্ছেন এই পরিবেশবান্ধব কলম ব্যবহারের। কারণ ইউজ এন্ড থ্রো কলম এখন সকলেই ব্যবহার করছেন। বিশেষ এই কলমগুলি পেপার দিয়ে তৈরি। কলমের মধ্যে নানা গাছের বীজ থাকে। ব্যবহার করে ফেলে দেওয়ার পর পেপার পচে গিয়ে তার ভেতরে থাকা বীজ থেকে গাছের চারা বের হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

আরও পড়ুন:গবাদিপশুদের জন্য অ্যাম্বুল্যান্স! এক ফোনে সমাধান, জেনে রাখুন নম্বর

এই কলমের ভেতরে বিভিন্ন গাছের বীজ থাকছে। গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা বলেন, ১০ জুন জাতীয় বল পেন দিবস পালন করা হয়। কাগজের তৈরি পরিবেশ বান্ধব কলম রয়েছে। কলমের মধ্যে গাছের বীজ আছে। মানুষ যেন এই কলম ব্যবহার করে সেই বার্তাই দিচ্ছেন তিনি। তাঁর সংগ্রহশালায় প্রায় দুই হাজার রকমের কলম রয়েছে। সমস্ত কলমগুলি আকর্ষণীয়। কারণ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আকারের কলম রয়েছে।‌ আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ