মেট্রোর কাজের জন্য ঘর ছেড়ে হোটেলে! সেন্ট্রাল মেট্রো স্টেশনে বিক্ষোভ,ধস্তাধস্তি!

Metro Rail: সুখবর! পুজোর আগেই মেট্রো রেল পরিষেবা বেলেঘাটা স্টেশন পর্যন্ত

কলকাতাঃ পুজোর আগেই হেমন্ত মুখোপাধ্যায় থেকে এগিয়ে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা দিতে চায় মেট্রোরেল। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত পরিষেবা চালু করে একথা জানালেন কলকাতা মেট্রো রেলের সি পি আর ও কৌশিক মিত্র।অরেঞ্জ লাইন মেট্রোয় পরিবর্ধিত পরিষেবা চালু হয়েছে। যাত্রীদের দাবি ছিল সকাল ৮ টা থেকে ট্রেন চালু হোক। সেইমতো সোম থেকে শনিবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর পরিষেবা চালু হয়েছে। ভাল সাড়াও মিলছে।

আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে চিকিৎসায় আসা রোগীতে টান, ব্যবসায় মন্দা মুকুন্দপুরে গেস্ট হাউসে

তবে, কিছুদিন আগে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে আগামী ০৫/০৮/২০২৪ (সোমবার) তারিখ থেকে।

এতদিন দৈনিক ৪৮টি পরিষেবা এই লাইনে চলতো। গতকাল, সোমবার থেকে মোট ৭৪টি পরিষেবা (৩৭ টি আপ ও ৩৭ টি ডাউন) এই লাইনে চালানো হবে। পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। প্রতিদিনের এই বর্ধিত পরিষেবাগুলি পরীক্ষামূলকভিত্তিতে সোমবার থেকে শুক্রবার চালানো হবে। আগে অসাবধানতাবশত জানানো হয়েছিল যে শনিবারেও এই পরিষেবা চালানো হবে।

কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯ টার বদলে সকাল ৮ টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল ৪:৪০ এর বদলে রাত ৮ টায়। মেট্রোর অরেঞ্জ লাইনে ৭৪টি পরিষেবা গত সোমবার ০৫/০৮/২০২৪ থেকে সকাল ৮ টা  থেকে পরিষেবা চলছে।