Tag Archives: Metro

Metro Rail: সুখবর! পুজোর আগেই মেট্রো রেল পরিষেবা বেলেঘাটা স্টেশন পর্যন্ত

কলকাতাঃ পুজোর আগেই হেমন্ত মুখোপাধ্যায় থেকে এগিয়ে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা দিতে চায় মেট্রোরেল। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত পরিষেবা চালু করে একথা জানালেন কলকাতা মেট্রো রেলের সি পি আর ও কৌশিক মিত্র।অরেঞ্জ লাইন মেট্রোয় পরিবর্ধিত পরিষেবা চালু হয়েছে। যাত্রীদের দাবি ছিল সকাল ৮ টা থেকে ট্রেন চালু হোক। সেইমতো সোম থেকে শনিবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর পরিষেবা চালু হয়েছে। ভাল সাড়াও মিলছে।

আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে চিকিৎসায় আসা রোগীতে টান, ব্যবসায় মন্দা মুকুন্দপুরে গেস্ট হাউসে

তবে, কিছুদিন আগে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে আগামী ০৫/০৮/২০২৪ (সোমবার) তারিখ থেকে।

এতদিন দৈনিক ৪৮টি পরিষেবা এই লাইনে চলতো। গতকাল, সোমবার থেকে মোট ৭৪টি পরিষেবা (৩৭ টি আপ ও ৩৭ টি ডাউন) এই লাইনে চালানো হবে। পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। প্রতিদিনের এই বর্ধিত পরিষেবাগুলি পরীক্ষামূলকভিত্তিতে সোমবার থেকে শুক্রবার চালানো হবে। আগে অসাবধানতাবশত জানানো হয়েছিল যে শনিবারেও এই পরিষেবা চালানো হবে।

কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯ টার বদলে সকাল ৮ টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল ৪:৪০ এর বদলে রাত ৮ টায়। মেট্রোর অরেঞ্জ লাইনে ৭৪টি পরিষেবা গত সোমবার ০৫/০৮/২০২৪ থেকে সকাল ৮ টা  থেকে পরিষেবা চলছে।

Mumbai’s First Underground Metro: কবে থেকে শুরু হতে চলেছে মুম্বইয়ের মেট্রোপরিষেবা? খরচই বা কত? জেনে নিন

মুম্বই: বিজেপির জাতীয় সম্পাদক বিনোদ তাওদে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন ২৪ জুলাই থেকে মুম্বইয়ে প্রথম মেট্রো চালু হবে । এর ফলে শহরের পরিবহন ব্যবস্থা অনেকটাই উন্নত হবে৷ পরিবহনে অনেকটা গতি আসবে৷

মেট্রো লাইন ৩, যা মুম্বই মেট্রো অ্যাকোয়া লাইন বা কোলাবা-বান্দ্রা-SEEPZ লাইন নামেও পরিচিত৷ এই প্রজেক্টের ফেস ১ লাইন মুম্বই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের দ্বারা পরিচালিত হবে৷ এই লাইনটি আরে কলোনি (Aarey Colony) থেকে বিকেসি (BKC) পর্যন্ত প্রসারিত।

তাওদে আরও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বাইবাসীদের জীবনযাত্রার উন্নতির জন্য বদ্ধপরিকর৷

মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) মেট্রো লাইন 3 এর প্রয়োজনীয় গবেষণা ও ট্রায়াল সম্পন্ন করেছে। তাছাড়াও বৈদ্যুতিক সিস্টেমের পরীক্ষা এবং সিগন্যালিং সহ নানা দিকের পরীক্ষা চলছে। সমস্ত পরীক্ষা সফল ভাবে শেষ হওয়ার পর, মেট্রো রেল সেফটি কমিশনারকে (CMRS) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে।

মোট ৩৩.৫ কিলোমিটার জুড়ে প্রাথমিকভাবে মেট্রোলাইনের কাজ চলছে৷ মনে করা হচ্ছে এই লাইনে প্রায় দৈনিক ১.৭ মিলিয়ন যাত্রী যাতায়াত করবে। সম্পূর্ণ প্রজেক্টটিতে প্রায় ২৭টা স্টেশনের মধ্যে ২৬টা স্টেশনই হবে মাটির তলায়৷

আরে কলোনি (Aarey Colony), SEEPZ, MIDC, Marol Naka, CSMIA T2, সাহার রোড, CSMIA T1, সান্তাক্রুজ, বিদ্যানগরী, BKC, ধারাভি, শীতলদেবী মন্দির, দাদর, সিদ্ধিবিনায়ক মন্দির, ওরলি, আচার্য আত্রেয় চক, বিজ্ঞান জাদুঘর, মহালক্ষ্মী, মুম্বাই সেন্ট্রাল, গ্রান্ট রোড, গিরগাঁও, কালবাদেবী, ছত্রামা, ছত্রামা, শিবমহারাজ, মহালক্ষ্মী, চার্চগেট, বিধান ভবন, এবং পারাডে ক্যাফে প্রভৃতি জায়গায় এই মেট্রোর যাত্রাপথ রয়েছে৷

এই প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় হয়েছে প্রায় ২৩,১৩৬ কোটি টাকা। জাপানের একটা বেসরকারী সংস্থা এই প্রকল্পের জন্য প্রায ৫৭ শতাংশ ঋণ দিয়েছে৷

Kolkata Metro: মোটরম্যান সঙ্কট কলকাতা মেট্রো! মেট্রো ভবনে অভিযান শ্রমিক সংগঠনের

কলকাতাঃ বেসরকারিকরণের তৎপরতার বিরুদ্ধে মেট্রোকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তার বিরোধিতায় ও চালকের ঘাটতি-সহ বিভিন্ন সমস্যার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই মেট্রো ভবনে অভিযান করেছে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন। একাধিক রেল ইউনিয়ন নানা ভাবে গোটা ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। এরই মধ্যে সামনে আসছে আরও নয়া তথ্য। মেট্রোয় যদি মোটরম্যান না থাকে তাহলে আগামীদিনে পরিষেবা দেওয়া হবে কীভাবে? মেট্রোর পরিষেবা দিতে ভরসা করা হচ্ছে যে মোটরম্যানদের ওপর তাঁরা আসবে পূর্ব বা দক্ষিণ পূর্ব রেল থেকে। আর যারা যারা মেট্রোর গার্ড হিসাবে কর্মরত তাঁদের দেওয়া হবে মোটরম্যান করে। গার্ডের কাজ করবেন সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের টেকনিশিয়ানরা।

আরও পড়ুনঃ নজরে ষষ্ঠ দফার ভোট! মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আজ থেকে টানা প্রচারে মমতা

মেট্রো ইউনিয়নের অভিযোগ, চালক না পেয়ে, সর্বত্র পিছনের কামরায় গার্ড বা কন্ডাক্টিং মোটরম্যান তুলে দিয়ে সেখানে টেকনিশিয়ানদের দিয়ে কাজ চালানোর কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। কারিগরি ও মানসিক সক্ষমতা যাচাই না করে এ ভাবে যদি কাজ চালানোর ব্যবস্থা করা হয় তাহলে যাত্রী সুরক্ষার দিক থেকে বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন অনেকেই। মেট্রোর কর্মী সংগঠনগুলি পুরনো ব্যবস্থায় চালক নিয়োগের প্রক্রিয়ায় ফিরে যাওয়ার পক্ষে। পাশাপাশি, মেট্রোর লাইন রক্ষণাবেক্ষণে থাকা কর্মীরা টানা দু’বছরের বেশি সময় ধরে রাতে কাজ করছেন বলেও অভিযোগ। যা তাঁদের স্বাস্থ্য এবং কাজের পরিবেশের শর্ত লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে।

ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন) মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড, শিয়ালদহ-সেক্টর ফাইভ ছাড়াও নিউ গড়িয়া-রুবি (অরেঞ্জ লাইন) এবং জোকা-মাঝেরহাট (পার্পল লাইন) মেট্রোপথে পরিষেবা চালু রয়েছে। চলতি বছরে নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্টের মধ্যেও পরিষেবা শুরু হবে। রুবি থেকে বেলেঘাটা মেট্রোরেল পরিষেবা চালু হবে। এছাড়া শিয়ালদহ থেকে ধর্মতলা চলতি বছরে যুক্ত হয়ে যাবে। ফলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবার সংখ্যা বাড়বে। এই অবস্থায় মোটরম্যান না থাকলে দ্রুত পরিষেবা কিভাবে দেওয়া হবে তা নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে।কলকাতা মেট্রোয় চালু ব্লু, গ্রিন, অরেঞ্জ এবং পার্পল লাইনে সব মিলিয়ে শতাধিক মোটরম্যানের ঘাটতি রয়েছে। চলতি বছরের শেষে ২০ জনেরও বেশি চালকের অবসর নেওয়ার কথা। ফলে আগামীদিনে বিস্তর সমস্যায় পড়তে হবে যাত্রীদের।

Viral Reels|| বিকিনি পরেই দিল্লি মেট্রো সওয়ারি তরুণী, ভাইরাল রিলে তোলপাড় সোশ্যাল মিডিয়া

কলকাতা:  ভিডিও ভাইরাল! আর এমন দৃশ্য ভারতে এখনই দেখা যাবে , তা বোধহয় বড় একটা কেউ ভেবে উঠতে পারেননি৷ তাই এমন দৃশ্য দেখার পর তা নেট দুনিয়ার ভাইরাল রিল৷ কি কাণ্ড, কি কাণ্ড দিল্লি মেট্রোতে এক তরুণীকে দেখা গেল কার্যত বিকনিতে৷ না কোনও শ্যুট নয় নিজের কোনও দৈনন্দিন সফরে তিনি এহেন পোশাক পরেছিলেন যা নিয়ে সরগরম৷ ভদ্রমহিলার পরণে বিকনির পর উর্ধ্বাঙ্গে শুধুমাত্র বক্ষদেশটি ঢাকা ছিল৷ অন্যদিকে নিচে বিকনির নিচের প্যান্টির মতো পোশাকের বদলে সামান্য একটু বড় নিম্নাঙ্গ ঢাকা পোশাক৷

ভদ্রমহিলা সিটে বসে থাকার সময়ে রুকস্যাকটি সামনে রেখেছিলেন বলে বসে থাকার সময় পোশাকটি কতটা স্বল্প সেটা না বোঝা গেলেও উঠে দাঁড়াতেই তাঁর স্বল্প দৈর্ঘ্যের বিকনি পোশাকটি দেখা যাচ্ছে৷

দেখে নিন সেই সাহসী পোশাকের মারাত্মক ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও বা ভাইরাল রিল সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে ৷ বেশিরভাগ মানুষই মেয়েটির লজ্জাবোধ , সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছে৷ অনলাইনেই মানুষ দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করেছেন পাবলিক প্লেসে সোশ্যাল এটিকেট যেন মেনে চলেন যাত্রীরা৷ যাতে অন্য যাত্রীদের কোনও অসুবিধা না হয় এটাই বিবৃতি জারি করা হয়েছে৷

আরও পড়ুন –  Shukra Gochar: হাতে অল্প সময়, তারপরেই শুক্রের গোচর, ৪ রাশির জীবনে হবে তোলপাড়, রয়েছে অশুভ ইঙ্গিত

ডিএমআরসি অপারেশনস  মেনটেইনেন্স অ্যাক্ট অনুযায়ী এই ধরণের অশালীন পোশাক ৫৯ সেকশনের অন্তর্ভুক্ত বিষয়ে পড়ে যা শাস্তিযোগ্য অপরাধ৷

আরও  দেখুন –

এদিকে মেট্রোতে একাধিক সময়ে অশ্লীল পোশাক পরে যাত্রীদের দেখা গেছে সেটাই এই মুহূর্তে নেটে ভাইরাল হয়ে গেছে৷

 

এদিকে মেয়েটিকে যাকে নিয়ে সর্বত্র এত উথালপাথাল সে অবশ্য এসবেও পিছু হঠতে নারাজ৷ সে জানিয়েছে তার শরীর তার চয়েস৷ ফলে সে যা খুশি পরতে পারে৷ তাকে দিল্লির উরফি জাভেদ হিসেবে তাঁকে দেখায় তার মন্তব্য সে নাকি আগে উরফিকে চিনত না৷