আউট না ছয়! বিগ ব্যাশ লিগে ক্যাচ ঘিরে তুমুল বিতর্ক, ভাইরাল ভিডিও

#ব্রিসবেন: আইপিএলের পর বিশ্বের টি-২০ লিগগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল বিগ ব্যাশ লিগ। টি-২০ ক্রিকেটের যুগে ফিল্ডিং অন্য মাত্রায় পৌছে গিয়েছে। বাউন্ডারি লাইনে বেশ কিছু অবিশ্বাস্য ক্যাচও দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার বিগ ব্যাশ লিগের একটি ক্যাচ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। আম্পায়ার আউট সিদ্ধান্ত দিলেও, ক্রিকেট বিশেষজ্ঞ থেকে নেটিজেনরা অনেকেই মনে করছেন শটটি ছয় ছিল।

নতুন বছরের প্রথম দিনে বিগ ব্যাশ লিগে ম্যাচ ছিল সিডনি সিক্সার্স এবং ব্রিসবেন হিটের। ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৪ রান করে ব্রিসবেন হিট। চেজ করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও রানের গতিবেগ কমায়নি সিডনি সিক্সার্সের ব্যাটাররা। সিডনির জর্ডান স্কিল যখন ঝোড়ো ব্যাটিং করছিলেন। তার একটি বিগ হিটে অসম্ভব ক্যাচ ধরেন মাইকেল নেসার। নিজের ফিটনেস ও বুদ্ধিমত্তা দুইয়ের পরিচয় দেন নেসার।

ভিডিওতে দেখা যায় জর্ডান স্কিলের শট বাউন্ডারি লাইনে জাম্প করে ক্যাচটি ধরেন মাইকেল নেসার। কিন্তু বডি ব্যালান্স না রাখতে পেরে বাউন্ডারি লাইনের কাছে পৌছে যান নেসার। তখন বলটি ছুঁড়ে দেন নেসার। সেই সময় বলটি বাউন্ডারির বাইরে হাওয়ায়। বলটি পড়ার আগে বাউন্ডারির লাইনের বাইরেই জাম্প করে হাওয়ায় থেকে বলটি ভিতরের দিকে ছুঁড়ে দেন। তারপর বাউন্ডারির ভিতরে ঢুকে ক্যাচটি ধরেন।

 

আরও পড়ুনঃ নতুন বছরেই অবসর! তারপর কী করবেন ঠিক করে ফেলেছেন মেসি

 

থার্ড আম্পায়ার দীর্ঘ সময় ক্যাচটি দেখার পর আউটের সিদ্ধান্ত দেন। কারণ যখন নেসার বাউন্ডারির বাইরে বলটি ধরেছিলন তখন তিনি হাওয়ায় ছিলেন। এমন অদ্ভূত ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বাউন্ডারের বাইরে গিয়ে সেখান থেকে জাম্প করে বল বাউন্ডারির ভিতরে পাঠালে কেন আউট দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিতর্ক তৈরি হলেও মাইকেল নেসারের অবিশ্বাস্য ক্যাচে মজেছেন নেটিজেনরা।