শহরের বুকে ছড়িয়ে গেল মিল্কশেকের মতোই হিমশীতল ভয় আর উত্তেজনা, প্রিমিয়ারে মন কাড়ল 'মিল্কশেক মার্ডার্স'

Milkshake Murders: শহরের বুকে ছড়িয়ে গেল মিল্কশেকের মতোই হিমশীতল ভয় আর উত্তেজনা, প্রিমিয়ারে মন কাড়ল ‘মিল্কশেক মার্ডার্স’

নীল-তৃণা অভিনীত রহস্যময় ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার্স’ ৷ সম্প্রতি হয়ে গেল এই রুদ্ধশ্বাস থ্রিলারধর্মী সিরিজের প্রিমিয়ার। সিরিজের পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, আবহ সঙ্গীত, সম্পাদনা, রং বিন্যাসের দায়িত্বও সামলেছেন তিনি। এই সিরিজটি প্রযোজনা করেছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়।
নীল-তৃণা অভিনীত রহস্যময় ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার্স’ ৷ সম্প্রতি হয়ে গেল এই রুদ্ধশ্বাস থ্রিলারধর্মী সিরিজের প্রিমিয়ার। সিরিজের পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, আবহ সঙ্গীত, সম্পাদনা, রং বিন্যাসের দায়িত্বও সামলেছেন তিনি। এই সিরিজটি প্রযোজনা করেছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়।
এক ব্যর্থ লেখক। থাকেন থাইল্যান্ডের পাট্টায়াতে। বড় প্রকাশককে দিয়ে বই ছাপানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন। হতাশায় ডুবে সকলের থেকে নিজেকে আড়াল করার জন্য লেখক যান ফিফি দ্বীপে। সেখানে আকস্মিক ভাবে তাঁর দেখা হয়ে যায় এক বিচিত্র ব্যক্তিত্বের সঙ্গে। বাঙালি এই ভদ্রলোক আবার কিছুটা পাগলাটেও বটে! ফলে প্রবাসে দুই বাঙালির বন্ধুত্ব গড়ে উঠতেও বেশি সময় লাগেনি। কথায় কথায় লেখক জানতে পারেন যে, ওই পাগলাটে ভদ্রলোকের লেখা প্রথম বইটি এক নামজাদা প্রকাশনা একটা বড়সড় অঙ্ক দিয়ে ছাপছে। আর এখান থেকেই নতুন এক মোড় নেয় গল্পের প্রেক্ষাপট। এর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যায় কিছু চাঞ্চল্যকর ঘটনা। এই সমস্ত কিছুর উত্তরই মিলবে ক্লিক ওটিটি-র প্রথম আন্তর্জাতিক স্তরের রহস্যময় ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার্স’ (Milkshake Murders)।
এক ব্যর্থ লেখক। থাকেন থাইল্যান্ডের পাট্টায়াতে। বড় প্রকাশককে দিয়ে বই ছাপানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন। হতাশায় ডুবে সকলের থেকে নিজেকে আড়াল করার জন্য লেখক যান ফিফি দ্বীপে। সেখানে আকস্মিক ভাবে তাঁর দেখা হয়ে যায় এক বিচিত্র ব্যক্তিত্বের সঙ্গে। বাঙালি এই ভদ্রলোক আবার কিছুটা পাগলাটেও বটে! ফলে প্রবাসে দুই বাঙালির বন্ধুত্ব গড়ে উঠতেও বেশি সময় লাগেনি। কথায় কথায় লেখক জানতে পারেন যে, ওই পাগলাটে ভদ্রলোকের লেখা প্রথম বইটি এক নামজাদা প্রকাশনা একটা বড়সড় অঙ্ক দিয়ে ছাপছে। আর এখান থেকেই নতুন এক মোড় নেয় গল্পের প্রেক্ষাপট। এর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যায় কিছু চাঞ্চল্যকর ঘটনা। এই সমস্ত কিছুর উত্তরই মিলবে ক্লিক ওটিটি-র প্রথম আন্তর্জাতিক স্তরের রহস্যময় ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার্স’ (Milkshake Murders)।
এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং জয়ী দেব রায়কে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অলোক সান্যাল, তপস্যা দাশগুপ্ত, জয়ন্ত মণ্ডল, রানা মুখোপাধ্যায়, অগ্নিভ জুন বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা রায়, চয়ন দে এবং সহেলি মণ্ডল।
এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং জয়ী দেব রায়কে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অলোক সান্যাল, তপস্যা দাশগুপ্ত, জয়ন্ত মণ্ডল, রানা মুখোপাধ্যায়, অগ্নিভ জুন বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা রায়, চয়ন দে এবং সহেলি মণ্ডল।
এই সিরিজে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রতীক রায়। আর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মণিশঙ্কর দেবনাথ এবং অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আর্ট ডিরেকশনের দায়িত্বে ছিলেন সুভারতী বিশ্বাস। সাউন্ড ডিজাইন এবং ভিএফএক্স করেছেন তীর্থঙ্কর মজুমদার এবং রজত দলুই। সিরিজের পোশাক পরিকল্পনা করেছেন নন্দিনী সেনগুপ্ত। আর মেকআপের দায়িত্বে রয়েছেন রাজদীপ।
এই সিরিজে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রতীক রায়। আর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মণিশঙ্কর দেবনাথ এবং অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আর্ট ডিরেকশনের দায়িত্বে ছিলেন সুভারতী বিশ্বাস। সাউন্ড ডিজাইন এবং ভিএফএক্স করেছেন তীর্থঙ্কর মজুমদার এবং রজত দলুই। সিরিজের পোশাক পরিকল্পনা করেছেন নন্দিনী সেনগুপ্ত। আর মেকআপের দায়িত্বে রয়েছেন রাজদীপ।
সিরিজের প্রিমিয়ারে সৌরভ, নীল এবং তৃণা
সিরিজের প্রিমিয়ারে সৌরভ, নীল এবং তৃণা
তৃণা সাহা
তৃণা সাহা
নীরজ তাঁতিয়া
নীরজ তাঁতিয়া
চৈতি ঘোষাল
চৈতি ঘোষাল
রানা বসু ঠাকুর এবং ঐন্দ্রিলা
রানা বসু ঠাকুর এবং ঐন্দ্রিলা
সম্পূর্ণা লাহিড়ী
সম্পূর্ণা লাহিড়ী
দেবশ্রী বণিক
দেবশ্রী বণিক
বনিতা বাজোরিয়া এবং পিঙ্কল নন্দী
বনিতা বাজোরিয়া এবং পিঙ্কল নন্দী