অস্ট্রিয়ায় মোদি।

Narendra Modi in Austria: ৪১ বছরে অস্ট্রিয়া সফরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, ‘বন্দে মাতরম’ গানে স্বাগত জানানো হল মোদিকে

ভিয়েনা: মঙ্গলবার ভিয়েনায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৪১ বছর পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেহামার।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, “ভারত-অস্ট্রিয়া বন্ধুত্বের গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানা অস্ট্রিয়ান চ্যান্সেলার কার্ল নেহামার। দুই নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্কের বিপুল উন্নতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে”।

নেহামার এক্স প্ল্যাটফর্মে তাঁর এবং মোদির একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, “ভিয়েনায় স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রিয়ায় আপনাকে স্বাগত জানাতে পারা আনন্দ এবং সম্মানের। অস্ট্রিয়া এবং ভারত বন্ধু এবং অংশীদার। আপনার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার অপেক্ষায় রয়েছি”।

আরও পড়ুন: হাবড়ার ‘আয়রন ম্যান’কে সুস্থ জীবনে ফেরানোর উদ্যোগ, শরীর থেকে ছাড়ানো হল কয়েক কিলো তার

জবাবে প্রধানমন্ত্রী ‘উষ্ণ অভ্যর্থনার জন্য’ অস্ট্রিয়ার চ্যান্সেলারকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, “আগামীকাল আমাদের বৈঠকের জন্য অপেক্ষা করছি। আমরা একসঙ্গে বিশ্বের ভালর জন্য কাজ করব”। অন্য একটি পোস্টে মোদি লিখেছেন, “ভিয়েনায় আপনার সঙ্গে দেখা করতে পেরে ভাল লাগছে চ্যান্সেলার কার্ল নেহামার। ভারত-অস্ট্রিয়ার বন্ধুত্ব দৃঢ় এবং ভবিষ্যতে আরও মজবুত হবে”।

১৯৮৩ সালে শেষবার ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন। তারপর ৪০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশের মাটিতে পা রাখেননি। চার দশক পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রিয়া সফরে গেলেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে এবং কূটনৈতিক সমস্যা মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে মোদি ও নেহামারের মধ্যে, বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত? রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ কেন্দ্রের যুক্তি

মোদিকে স্বাগত জানাতে ভিয়েনা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অস্ট্রিয়ান শিল্পীরা। তাঁরা প্রধানমন্ত্রীকে ‘বন্দে মাতরম’ গান উপস্থাপন করে স্বাগত জানান। মুগ্ধ প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, “অস্ট্রিয়া তার প্রাণবন্ত সঙ্গীত সংস্কৃতির জন্য পরিচিত। বন্দে মাতরম-এর আশ্চর্যজনক পরিবেশনে আমি তার আভাস পেয়েছি”।

বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ-ও। বুধবার অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে মোদির। পাশাপাশি চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে বৈঠক করবেন তিনি।