রেড ভলেন্টিয়ারদের মহম্মদ সেলিমের বড় নির্দেশ, ঘূর্ণিঝড় ঠেকাতে উদ্যোগ

কলকাতা: দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের গতিমুখ বাংলাদেশ হলেও এর বেশ খানিকটা প্রভাব পড়বে এই রাজ্যে। ইতিমধ্যেই তার জন্য প্রশাসনের তরফ থেকে বেশকিছু পদক্ষেপ করা হয়েছে। সতর্ক করা হচ্ছে মানুষকেও।

ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির সঙ্গে লড়াই করার জন্য রেড ভলেন্টিয়ার সহ দলের নেতাকর্মী সমর্থক দের প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

আরও পড়ুন- এভারেস্টে ভয়াবহ ‘ট্র্যাফিক জ্যাম’! দুর্গম পথে ভয়ঙ্কর দৃশ্য, ঠিক কী ঘটছে সেখানে,

রবিবার একটি ভিডিও বার্তায় তিনি জানান, বাংলার যে উপকূল এলাকা বিশেষ করে সুন্দরবন এলাকা এবং কলকাতার সন্নিহিত এলাকায় ঝড়ের প্রভাব পড়বে।  মানুষ স্বস্তিতে থাকুক। আমাদের সমস্ত পার্টি কর্মী বাম আন্দোলনের কর্মী আছে। নেতৃত্ব আছে। তাঁদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। মানুষকে প্রস্তুতি নিতে হবে। আবহাওয়া দপ্তর যেমন সতর্ক করছে। তেমনি আমাদের বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বিজ্ঞান কর্মীরাও জানিয়েছেন কী ধরনের প্রস্তুতি রাখতে হবে!

আরও পড়ুন- গরমের জ্বালা জুড়োতে ওয়াটার পার্কে গিয়েও শান্তি নেই, পুলের জলে এ কী ভাসছে!

তিনি আরও বলেন, আমাদের রেড ভলেন্টিয়ারদের বলব একেবারে তৈরি থাকতে। যাতে কোনও বিপদ কোনও বিপদ যদি ঘটে সেখানে দাঁড়িয়ে যাতে আমরা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। সরকারকেও দায় এবং দায়িত্ব নিতে হবে আগে থেকেই। যাতে ক্ষয়ক্ষতি কম হয় এবং প্রাণহানি না হয়। তার জন্য যে রুটিন যে প্রোটকল আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। যাতে করে আমাদের মানুষ এবং প্রতিবেশী দেশ হোক বা অন্য প্রতিবেশী রাজ্য হোক যাতে এই প্রাকৃতিক দুর্যোগে তারা শিকার না হয়!